ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সবচেয়ে দামী কোচ হয়ে বায়ার্নে নাগেলসমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৭ এপ্রিল ২০২১  
সবচেয়ে দামী কোচ হয়ে বায়ার্নে নাগেলসমান

হুলিয়ান নাগেলসমান

এই মৌসুম শেষে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন হ্যান্সি ফ্লিক। তার উত্তরসূরি নির্বাচনে সময় নষ্ট করলো না বায়ার্ন মিউনিখ। নতুন কোচ হিসেবে হুলিয়ান নাগেলসমানের নাম ঘোষণা করেছে তারা।

আরবি লাইপজিগকে আড়াই কোটি ইউরো ক্ষতিপূরণ দিয়ে নাগেলসমানকে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দিচ্ছে বায়ার্ন। তাতে করে ইতিহাসের সবচেয়ে দামী কোচ এখন এই ৩৩ বছর বয়সী জার্মান। আগামী ১ জুলাই থেকে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে কাজে যোগ দেবেন তিনি।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ২৮ বছর বয়সে হফেনহেইমের দায়িত্ব নিয়ে বুন্দেসলিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ কোচের মর্যাদা পান নাগেলসমান। ২০১৯ সালে যান লাইপজিগে। তার অধীনে ক্লাবটি বুন্দেসলিগায় তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে এবং চ্যাম্পিয়নস লিগে খেলে সেমিফাইনাল।

আরো পড়ুন:

বায়ার্নের বোর্ড সদস্য ও কিংবদন্তি গোলকিপার অলিভিয়ের কান বলেছেন, ‘হুলিয়ানের পাঁচবছরের চুক্তি প্রমাণ করে বায়ার্ন মিউনিখের সঙ্গে তার কতটা দৃঢ় সম্পর্ক। আমি আশা করি একসঙ্গে আমরা বায়ার্নের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ গড়ে ‍তুলতে পারবো।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়