ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

ম্যানসিটি ম্যাচ গার্দিওলার সঙ্গে ব্যক্তিগত লড়াই নয়: পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২৭ এপ্রিল ২০২১  
ম্যানসিটি ম্যাচ গার্দিওলার সঙ্গে ব্যক্তিগত লড়াই নয়: পচেত্তিনো

ইংলিশ ফুটবলে ডাগআউটে তারা মুখোমুখি হয়েছেন অনেকবার। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল দিয়ে আবারও প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে পেপ গার্দিওলা ও মাউরিসিও পচেত্তিনো। বুধবার প্রথম লেগে পার্ক দে প্রিন্সেসে পিএসজি আতিথেয়তা দেবে ম্যানসিটিকে। তাতে টটেনহ্যাম ছাড়ার পর আবারও গার্দিওলার দলের বিপক্ষে রণকৌশল সাজাতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে। কিন্তু একে দুজনের মধ্যে ব্যক্তিগত লড়াই মানতে নারাজ ফরাসি চ্যাম্পিয়নদের কোচ পচেত্তিনো।

২০১৬ সালে গার্দিওলা ম্যানসিটির দায়িত্ব নেওয়ার পর থেকে পচেত্তিনোর সঙ্গে শুরু হয় প্রতিদ্বন্দ্বিতা। ২০১৭ সালে তিনি টটেনহ্যামের কোচ থাকার সময় তার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হ্যারি কেইনকে নিয়ে মন্তব্যের জেরে গার্দিওলার সঙ্গে জমে ওঠে লড়াই। ওসব অতীত পেছনে ফেলেছেন পচেত্তিনো। বরং স্প্যানিশ কোচকে প্রশংসায় ভাসালেন পিএসজি কোচ।

পচেত্তিনো বলেছেন, ‘এটা একটি দলের বিপক্ষে আরেকটি দলের খেলা, কোনও ব্যক্তিগত লড়াই নয়। খুব ভালো দলের মধ্যে লড়াই হতে যাচ্ছে এটা। যখন আপনি পেপ গার্দিওলাকে নিয়ে কথা বলেন তখন আপনি সেরা না হোক বিশ্বের অন্যতম সেরা কোচকে নিয়ে কথা বলছেন। আমি তার অনেক গুণকীর্তন করি, শুধু শিরোপার জেতার কারণেই নয়।’

আরো পড়ুন:

ইংলিশ ফুটবলের বাইরে চ্যাম্পিয়নস লিগেও পচেত্তিনো-গার্দিওলার দল মুখোমুখি হয়েছিল। দুই বছর আগে ফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনালে টটেনহ্যাম হারায় ম্যানসিটিকে। ওই ফল এই সেমিফাইনালে কোনও কাজে লাগবে বলে মনে করেন না পচেত্তিনো, ‘দুই বছর আগের ম্যাচ থেকে আপনি কোনও সুবিধা পেতে পারেন না। এটা ছিল একেবারে ভিন্ন একটা ম্যাচ, ভিন্ন দল। সিটি এখন ভিন্ন দল এবং আমি এখন পিএসজিতে, স্পারদের চেয়ে একেবারে আলাদা একটা দল।’

কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি। ম্যানসিটিকে মোকাবিলা করা বায়ার্নের চেয়ে কঠিন হবে বলে মানছেন পচেত্তিনো, ‘ম্যানসিটি বিশ্বের অন্যতম সেরা দল, সেরা কোচও আছে। বায়ার্ন মিউনিখের চেয়ে কঠিন হতে যাচ্ছে এটা, দেখা যাক কী হয়।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়