ম্যানসিটির এই সুযোগ হারাতে চান না গার্দিওলা
হাতছোঁয়া দূরতে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার এমন সুযোগ হারানো একদমই ঠিক হবে না বললেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
মঙ্গলবার (৪ মে) রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে ইতিহাদ স্টেডিয়ামে পিএসজিকে স্বাগত জানাবে ম্যানসিটি। প্রথম লেগে ২-১ গোলে জিতে এসেছে তারা। বার্সেলোনার সঙ্গে এই ট্রফি দুইবার জেতা গার্দিওলা বললেন, লড়াই এখনও অনেক বাকি। তার দলের উচিত হবে, পুরো মৌসুম ধরে যে আত্মবিশ্বাস নিয়ে খেলে এসেছে, সেই খেলাটা খেলতে হবে।
ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে ম্যানসিটি কোচ বললেন, ‘আমরা এই সুযোগ হারাতে চাই না। আমার মনে হচ্ছে আমরা ভালো করতে যাচ্ছি।’ খেলোয়াড়দের আবেগ নিয়ে গার্দিওলা বললেন, ‘তাদের বুঝতে হবে এটা হতে যাচ্ছে বড় লড়াই, অনেক কঠিন ম্যাচ যেখানে ভুগতে হতে পারে। কিন্তু আমি নিশ্চিত আমরা ভালোভাবে সাড়া দিবো। তাদের মনোছবি আঁকতে হবে যে তারা পারবে। গত সাত মাস ধরে যে খেলা খেলেছি সেটাই খেলো এবং জিতে আসো।’
পার্ক দে প্রিন্সেসে দুই গোল করে এসেছে ম্যানসিটি। তাতে তারা কতটুকু এগিয়ে আছে তা জানতে চাইলে গার্দিওলা পিএসজিকে সমান কঠিন প্রতিপক্ষ বললেন, ‘আমি এক সেকেন্ডের জন্যও প্রত্যাশা করবো না যে দ্বিতীয়ার্ধের (প্যারিসে) মতোই আমরা পুরো ৯০ মিনিট খেলতে যাচ্ছি। আমরা যেখানেই খেলি না কেন কতটা দ্রুত খেলতে পারি সেটাই গুরুত্বপূর্ণ।’
ঢাকা/ফাহিম