সুপার লিগ না ছাড়লে সিরি আ থেকে বহিষ্কার হবে জুভেন্টাস
ফিফা ও উয়েফার হুমকি ধামকির পর ইউরোপিয়ান সুপার লিগ থেকে ১২টির মধ্যে ৯ ক্লাব সরে দাঁড়ায়। তবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে এখনও এই পরিকল্পনায় যুক্ত আছে জুভেন্টাস। সোমবার ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান তাদের হুঁশিয়ারি করে দিলো যে এই বিদ্রোহী লিগ না ছাড়লে পরের সিরি আ থেকে বহিষ্কৃত হবে তারা।
ইতালির শীর্ষ ফুটবল সংস্থার প্রধান গাব্রিয়েলে গ্রাভিনা এক বক্তব্যে এই হুমকি দেন আগের টানা নয়বারের চ্যাম্পিয়নদের। রেডিও কিস কিসকে তিনি বলেছেন, ‘নিয়ম স্পষ্ট। জুভেন্টাস যদি এখনও সুপার লিগের সঙ্গে যুক্ত থাকে এবং পরের মৌসুমেও একই অবস্থা থাকে, তাহলে তারা সিরি আয় অংশ নিতে পারবে না। ভক্ত সমর্থকদের জন্য এটা দুঃখজনক হলেও নিয়ম তো নিয়মই এবং এটা প্রত্যেকের জন্য সমান। আমি আশা করি শিগগিরই এই ঝামেলা মিটবে।’
ইউরোপের সবচেয়ে বেশি আর্থিক সংকটের মুখে রয়েছে এই তিন ক্লাব। সম্প্রতি ফিফা ও উয়েফার হুমকি সত্ত্বেও তারা নিজেদের সিদ্ধান্তে অনড়। এর আগে প্রিমিয়ার লিগের ছয় ক্লাব, ইতালির দুটি ও স্পেনের একটি ক্লাব ইউরোপিয়ান সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।
ঢাকা/ফাহিম