ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ছেন বুফন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১১ মে ২০২১  
মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ছেন বুফন

জুভেন্টাসে ইতি টানছেন জিয়ানলুইজি বুফন। বেইন স্পোর্টসকে ইতালিয়ান অভিজ্ঞ গোলকিপার বলেছেন, ‘এই মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল আমি। চুক্তির মেয়াদ বাড়াবো না।’

প্যারিস সেন্ত জার্মেইর সঙ্গে এক বছর কাটিয়ে ২০১৯ সালের জুলাইয়ে তুরিনে ফিরেছিলেন ৪৩ বছর বয়সী গোলকিপার। এই জুনে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। ওল্ড লেডিদের সঙ্গে এবার সম্পর্ক চুকিয়ে ফেলতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী বুফন।

এই মৌসুমে সিরি আয় সাত ম্যাচে তিনবার ক্লিন শিট ধরে রাখেন বুফন। ইতালিয়ান কাপ ফাইনালে দলকে ওঠাতেও তার অবদান। ১৯ মে ক্লাবটির সঙ্গে এটাই হবে তার শেষ ম্যাচ।

আরো পড়ুন:

বুফন বলেছেন, ‘আমার ভবিষ্যৎ পরিষ্কার। জুভদের সঙ্গে সুন্দর ও অনেক দীর্ঘ অভিজ্ঞতার শেষ হতে যাচ্ছে এই বছর। হয় আমি খেলা ছেড়ে দিবো নয়তো আবারও খেলার জন্য নিজেকে উজ্জীবিত করবো কিংবা জীবনের ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হবো। আমি মনে করি জুভেন্টাসকে সবকিছু দিয়েছি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়