ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

পিরলোকে বরখাস্ত করবে জুভেন্টাস!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১১ মে ২০২১  
পিরলোকে বরখাস্ত করবে জুভেন্টাস!

জুভেন্টাস এই মৌসুমের পর কোচ আন্দ্রে পিরলোকে বরখাস্ত করবে বলে দাবি ইতালিয়ান সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লা সেরার। এমনকি তারা চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করলেও তার চাকরি থাকছে না।

রোববার এসি মিলানের কাছে ৩-০ গোলে হারের পরও পিরলোকে ছাঁটাই করা হবে না বলে এই সপ্তাহে জুভেন্টাস নিশ্চিত করেছিল। এই হারের কারণে শীর্ষ চারে থেকে সিরি আ শেষ করাই অনিশ্চিত হয়ে পড়েছে ওল্ড লেডিদের।

তবে ইতালিয়ান সংবাদমাধ্যমটির দাবি, বিদায়ঘণ্টা বেজে গেছে পিরলোর। সহকারী কোচ ইগোর তুদোর তার স্থলাভিষিক্ত হবেন বলে স্পোর্টিং ডিরেক্টর ফাবিও পারাতিসি জানান।

আরো পড়ুন:

সিরি আ শেষ হতে আর ১২ দিন বাকি। চ্যাম্পিয়নস লিগের জন্য সেরা চারে থাকতে আর তিন ম্যাচ হাতে আছে জুভেন্টাসের। আর পরের বুধবার (১৯ মে) আতালান্তার বিপক্ষে ইতালিয়ান কাপের ফাইনাল। যাই হোক না কেন, ক্লাব প্রেসিডেন্ট আন্দ্রে আগনেল্লি পিরলোকে এই মৌসুমের পর না রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়