ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

পিরলোর স্থলাভিষিক্ত হয়ে জুভেন্টাসে ফিরছেন অ্যাল্লেগ্রি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৭ মে ২০২১  
পিরলোর স্থলাভিষিক্ত হয়ে জুভেন্টাসে ফিরছেন অ্যাল্লেগ্রি

চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো থেকে বিদায় ও সিরি আয় ৯ বছরের রাজত্বের অবসান। জুভেন্টাসের এই বেহাল দশা যেন অচেনা। চাকরি হারিয়ে তারই মাশুল দিতে হচ্ছে আন্দ্রে পিরলোকে। গোল ইতালি নিশ্চিত করেছে, বৃহস্পতিবার (২৭ মে) বরখাস্ত করা হচ্ছে ৪২ বছর বয়সী কোচকে। তার স্থলাভিষিক্ত হিসেবে তুরিনে ফেরানো হচ্ছে টানা পাঁচটি স্কুদেত্তো জেতা ও দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলা ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রিকে।

অ্যাল্লেগ্রিকে জুভেন্টাসে ফেরাতে এরই মধ্যে দুই পক্ষ সম্মতি দিয়েছে। মাউরিসিও সারিকে পথ করে দিয়ে ২০১৯ সালে ক্লাব ছেড়েছিলেন ৫৩ বছর বয়সী কোচ। তারপর থেকে ফুটবলের বাইরে ছিলেন গত দুই বছর। সম্প্রতি অ্যাল্লেগ্রির সঙ্গে জুভ চেয়ারম্যান আন্দ্রে অ্যাগনেল্লির আলোচনা ফলপ্রসূ হয়েছে। পিরলোকে ছেড়ে দিতে হচ্ছে কোচের ‘হটসিট’।

জুভেন্টাসের এই মৌসুম কেটেছে খুবই বাজে। চ্যাম্পিয়নস লিগে পর্তুগিজ দল পোর্তোর কাছে হেরে বিদায় নিয়েছে নকআউটে। সিরি আয় ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত চার নম্বরে থেকে মৌসুম শেষ করেছে। তাদের স্বস্তি যে সামনের চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে। কেবল ইতালিয়ান সুপার কাপ ও ইতালিয়ান কাপে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে তারা।

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়