ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

রিয়াল ছাড়ার কারণ খোলা চিঠিতে জানালেন জিদান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৩১ মে ২০২১  
রিয়াল ছাড়ার কারণ খোলা চিঠিতে জানালেন জিদান

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অর্জনের খাতায় জিনেদিন জিদানের নামের পাশে আছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা। কিন্তু ১১ বছরে প্রথমবার দলটি খালি হাতে মৌসুম শেষ করার পর গত ২৭ মে পদত্যাগ করেন ফরাসি কোচ। কী কারণে দ্বিতীয়বার পদত্যাগ করলেন, তা এক দীর্ঘ খোলা চিঠিতে জানালেন জিদান।

২০১৮ সালে ইউরোপে রিয়ালকে হ্যাটট্রিক শিরোপা জেতানোর পর পদত্যাগ করেছিলেন জিদান। ওইবার কারণ হিসেবে বলেছিলেন, এত শিরোপা জেতার পর দলকে উদ্বুদ্ধ করতে নতুন কোনও কোচ দরকার রিয়ালের। এবার রিয়ালকে বিদায় বলার কারণ ক্লাব তার ওপর আর আস্থা রাখতে পারছে না। এছাড়া ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও তার সম্পর্ক আগের মতো নেই বলে জিদান লিখেছেন এক চিঠিতে।

সমর্থকদের উদ্দেশ্যে জিদানের লেখা খোলা চিঠি প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম এএস। রিয়ালের সাবেক কোচ লিখেছেন, ‘প্রিয় রিয়াল মাদ্রিদ ভক্তরা, ২০ বছরেরও বেশি সময় ধরে, মাদ্রিদে আমি যেদিন প্রথমবার আসি এবং সাদা জার্সি পরেছিলাম, সেদিন থেকে আপনারা আমাকে ভালোবেসে গেছেন। বিদায় জানাতে ও কোচিং ছাড়ার সিদ্ধান্তের কারণটা ব্যাখ্যা করতে আমি এই চিঠি লিখছি।’

আরো পড়ুন:

‘কোচিং করাতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি বলে চলে যাচ্ছি, তা নয়। আড়াই বছর পর ২০১৮ সালের মে মাসে আমি ক্লাব ছেড়েছিলাম অনেক জয় আর ট্রফি নিয়ে। মনে হয়েছিল সেরা পর্যায়ে থাকতে হলে দলের নতুন কাউকে প্রয়োজন। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, আমি ছাড়ছি কারণ মনে হয়েছে আমার ওপর দলের আস্থা আর নেই। এমনকি দলের দীর্ঘমেয়াদী কোনও প্রকল্পে প্রয়োজনীয় সমর্থন পাবো না।’

‘আমি ফুটবল বুঝি এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের কী কী দরকার জানি। আমি জানি, না জিতলে সরে যেতে হবে। কিন্তু দিনের পর দিন আমি যা গড়ে তুলেছি, যে অর্জন করেছি তা ভুলে যাওয়া হয়েছে। জেতার জন্যই জন্ম হয়েছে আমার এবং ট্রফি জিততেই এসেছিলাম এখানে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই মানুষগুলো, তাদের আবেগ ও জীবনের প্রতি খেয়াল রাখতে হয়। মাঝেমধ্যে তো আমাকে তিরস্কারও করা হয়। একসঙ্গে আমরা যা অর্জন করেছি তার জন্য আমি শুধু সম্মান চেয়েছিলাম। গত কয়েক মাস ধরে ক্লাব ও প্রেসিডেন্টের সঙ্গে আমার যে সুসম্পর্ক ছিল, তা বদলে গেছে। আমি কোনও বাড়তি সুবিধা চাইনি, শুধু একটু স্বীকৃতি চেয়েছিলাম।’

‘বর্তমান সময়ে একজন কোচ বড় ক্লাবের ডাগআউটে থাকেন দুই মৌসুম বা তার একটু বেশি। এর চেয়ে বেশি থাকতে চাইলে মানবিক সম্পর্কটা জরুরি, যা টাকা-খ্যাতির চেয়েও অনেক বড়। এ কারণে আমার খুব কষ্ট লাগে, যখন হারের পর পত্রিকার পাতায় দেখি যে পরের ম্যাচ জিততে না পারলে বরখাস্ত হবো। এসব পুরো দলকে কষ্ট দেয়, কারণ কেউ ইচ্ছা করে মিডিয়ার কাছে এসব ফাঁস করে। তার নেতিবাচক প্রভাব পড়ে দলের ওপর। দলে সংশয় আর ভুল বোঝাবুঝি তৈরি হয়। সৌভাগ্যবশত চমৎকার ছেলেদের পেয়েছিলাম আমি, যারা আমার সঙ্গে মরতেও প্রস্তুত। যখন সবকিছু নোংরা হয়ে উঠছিল, তখন দুর্দান্ত জয়ে তারা আমাকে রক্ষা করেছে। কারণ আমার ওপর তাদের আস্থা আছে এবং তারাও জানে আমি তাদের ওপর ভরসা রাখি।’

সাংবাদিকদেরও একহাত নিয়েছেন খোলা চিঠিতে, ‘সাংবাদিকদেরও আমি কিছু বলতে চাই। শতাধিক সংবাদ সম্মেলন আমি করেছি এবং দুর্ভাগ্যবশত সেখানে আমরা ফুটবল নিয়ে খুবই কম কথা বলেছি। আমি জানি আপনারা ফুটবল ভালোবাসেন, এই খেলা আমাদের সবাইকে একত্রিত করে। আমি আপনাদের শেখাতে চাই না, কিন্তু সবসময় যদি বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন না করতেন তাহলে ভালো হতো।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়