র্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন স্মিথ
আবারও টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। গত বছরের বক্সিং ডে টেস্টের পর প্রথমবার এক নম্বরে তিনি।
এই বছরের জানুয়ারি থেকে একটিও টেস্ট খেলেননি স্মিথ। কেন উইলিয়ামসনকে পেছনে ফেলেছেন তিনি। নিউ জিল্যান্ড অধিনায়ক পাঁচটি র্যাংকিং পয়েন্ট খুইয়েছেন।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৪ রান করেন উইলিয়ামসন। কনুইয়ের চোটে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি তিনি। ৮৮৬ র্যাংকিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এই ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকা ফাস্ট বোলার কাগিসো রাবাদা বোলিং র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থঅনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। ম্যাচে ৭ উইকেট নিয়ে তার সতীর্থ বোলার আনরিখ নর্টিয়ে প্রথমবার শীর্ষ ত্রিশের মধ্যে। ব্যাটিং র্যাংকিংয়ে কুইন্টন ডি কক ১২তম স্থানে উঠেছেন, যেখানে তার সঙ্গে আছেন চেতেশ্বর পুজারা।
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট এক ধাপ নেমে পঞ্চম স্থানে। নিউ জিল্যান্ড সিরিজে চার ইনিংসে ৯৭ রান করেন তিনি।
ঢাকা/ফাহিম