ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

উইম্বলডন ও অলিম্পিকে খেলবেন না নাদাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৭ জুন ২০২১  
উইম্বলডন ও অলিম্পিকে খেলবেন না নাদাল

ক্যারিয়ার দীর্ঘায়িত করতে আসন্ন উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার (১৭ জুন) সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই জানান ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা।

আগামী ২৮ জুন থেকে শুরু হচ্ছে উইম্বলডন। প্রায় এক মাস পর ২৪ জুলাই টোকিওতে পুরুষ এককের প্রথম রাউন্ড।

গত সপ্তাহে ১৪তম ফ্রেঞ্চ ওপেনের মিশন থেকে ছিটকে যান নাদাল। সেমিফাইনালে তাকে হারান নোভাক জোকোভিচ, পরে শিরোপাও জেতেন তিনি। রোলাঁ গারোঁতে খেলার দুই সপ্তাহ পরই উইম্বলডনে নামতে হবে। শরীর এই ধকল সইতে পারবে না মনে করছেন তিনি। টুইটারে ৩৫ বছর বয়সী তারকা লিখেছেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু আমার শরীরের কথা শুনতে হয়েছে এবং আমার দলের সঙ্গে আলোচনার পর বুঝতে পারছি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

আরো পড়ুন:

২০১০ সালে শেষ ও দ্বিতীয় উইম্বলডন জয়ী নাদাল আরও যোগ করেন, ‘আমার ক্যারিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্য। যেটা আমাকে সুখী করে সেটাই আমি করে যেতে চাই, সেরা পর্যায়ে থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’

স্প্যানিশ তারকা তিনটি অলিম্পিক গেমসে খেলেন। ২০০৪ সালে এথেন্সে লড়াই করার পর বেইজিংয়ে ২০০৮ সালে জেতেন সোনা এবং ২০১৬ সালের রিওতে দ্বৈত স্বর্ণও গলায় ঝোলান। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে খেলেননি ইনজুরির কারণে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়