সিরিজ জয়ের পর ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। তবে এরপরেই দলটি পেয়েছে দুঃসংবাদ। দারুণ ফর্মে থাকা জস বাটলার ইনজুরিতে ছিটকে গেছেন দল থেকে।
শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিবৃতিতে জানায়, ডান পায়ের পেশিতে টান পড়ায় বাটলার তৃতীয় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান। বাটলার এখন পুনর্বাসন প্রক্রিয়াতে আছেন।
প্রথম টি-টোয়েন্টিতে তার অপরাজিত ৬৮ রানে জেতে ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে নামতে পারেননি ইনজুরিতে।
শেষ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে ছিটকেই যান দল থেকে।
ঢাকা/রিয়াদ