ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অ্যান্ডারসনকে হারিয়ে উইম্বলডনে ‘একহাত’ জোকোভিচের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৬, ৩০ জুন ২০২১  
অ্যান্ডারসনকে হারিয়ে উইম্বলডনে ‘একহাত’ জোকোভিচের

কেভিন অ্যান্ডারসনকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। তাতে অল ইংল্যান্ড ক্লাবে টানা তৃতীয় ট্রফিতে ‘একহাত’ দিয়ে রাখলেন তিনি। প্রশ্ন থাকতে পারে, সবে তো দ্বিতীয় রাউন্ড শেষ হলো, এত আগেই কীভাবে শিরোপা নিশ্চিত হয়ে গেলো তার? পরিসংখ্যান ঘাঁটলেই পাওয়া যাবে উত্তর। উইম্বলডনে অ্যান্ডারসনকে হারিয়ে কখনও খালি হাতে ফেরেননি দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

২০১১ সালে প্রথম উইম্বলডন জেতেন জোকোভিচ। ওইবার দ্বিতীয় রাউন্ডে অ্যান্ডারসনকে পরাজিত করেন। তারপর ফাইনালে রাফায়েল নাদালের বিপক্ষে জিতে শিরোপা অর্জন করেন। ২০১৫ সালে তৃতীয় উইম্বলডন জয়ের পথে চতুর্থ রাউন্ডে অ্যান্ডারসনকে হারান। আর ২০১৮ সালে তাদের দেখা হয় ফাইনালে, সেখানেও বিজয়ী জোকোভিচ। চতুর্থবারের দেখাতেও দক্ষিণ আফ্রিকানকে উড়িয়ে দিলেন, তাহলে কি ষষ্ঠ উইম্বলডন নিশ্চিত হয়ে গেলো?

লন্ডনের এই মেজর টুর্নামেন্টে এবার চ্যাম্পিয়ন হলে টানা তিনবার উইম্বলডন জয়ী ফেদেরার, পিট সাম্প্রাস ও বিয়র্ন বোর্গকে ছোঁবেন জোকোভিচ। এক নম্বর র‌্যাংকিংধারী সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। তাতে যৌথভাবে সর্বকালের শীর্ষ গ্র্যান্ড স্লাম জয়ী হতে আর একটি শিরোপা দরকার। পাশে বসবেন ২০টি গ্র্যান্ড স্লাম জেতা রজার ফেদেরারের পাশে।

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়