ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘বুড়ো’ ফেদেরারের রেকর্ড, জোকোভিচের ৫০

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ৬ জুলাই ২০২১  
‘বুড়ো’ ফেদেরারের রেকর্ড, জোকোভিচের ৫০

অল ইংল্যান্ড ক্লাবে ‘ম্যানিক মানডে’র দিনে সহজে কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। সোমবার উইম্বলডনে ৫০তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে পা রেখেছেন জোকোভিচ। আর দেড় মাসেরও কম সময়ের মধ্যে ৪০ এ পা রাখতে যাওয়া ফেদেরার উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী হিসেবে ঘাসের এই কোর্টে শেষ আট নিশ্চিত করলেন।

ইতালির লরেঞ্জো সোনেগোকে ৭-৫, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে উইম্বলডনে ১৮তম ও সব মেজর মিলিয়ে ৫৮তম কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছেন ফেদেরার। আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ কিংবা হুবার্ট হুরকাকজকে।

বিশ্বের এক নম্বর জোকোভিচ তার ষষ্ঠ উইম্বলডনের পথে ছুটছেন। অল ইংল্যান্ড ক্লাবে জিতলে ছোঁবেন সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারকে। চিলির ক্রিস্টিয়ান গারিনকে ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে ১২ বারের মতো এই ঘাসের কোর্টে শেষ আট খেলতে যাচ্ছেন তিনি। পরের পর্বে তার প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফুকসোভিকস।

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়