ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

এই সিরিজ জয় উজ্জীবিত করবে দলকে: মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ১১ জুলাই ২০২১   আপডেট: ১৬:১৬, ১২ জুলাই ২০২১
এই সিরিজ জয় উজ্জীবিত করবে দলকে: মুমিনুল

বিদেশের মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়েছিল। এবার জিম্বাবুয়ের মাটিতে একমাত্র টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। এই সিরিজ জয় দলকে উজ্জীবিত করবে বিশ্বাস অধিনায়ক মুমিনুল হকের।

২২০ রানে বাংলাদেশ হারারেতে জিম্বাবুয়েকে হারিয়েছে। এই জয়কে অন্য চোখে দেখছেন মুমিনুল। অধিনায়ক হিসেবে প্রথমবার বিদেশের মাটিতে জেতার পর তিনি বলেছেন, ‘এই টেস্ট আমাদের উজ্জীবিত করবে, আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক হবে। সবার ভেতরে আত্মবিশ্বাস তৈরি হবে। যে যার ভূমিকা বুঝতে পারবে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে তার ভাবনা, ‘পরিকল্পনা তো অবশ্যই আছে। এখন ছোট ছোট যে কাজগুলো আগের টেস্টে করতে পারিনি, সেগুলো করার চেষ্টা করতে হবে। উন্নতির চেষ্টা করবো। বড় পরিকল্পনা না করে ছোট ছোট উন্নতি করতে পারি আমরা।’

আরো পড়ুন:

বাংলাদেশ দলের প্রত্যেকের ফিটনেস নিয়ে সচেতনতায় মুগ্ধ মুমিনুল, ‘বাংলাদেশ দল ফিটনেসের দিক থেকে অনেক বদলে গেছে। সবাই ফিটনেসের ব্যাপারে খুবই সচেতন। হয়তো এখানে আসার আগে কেউ লাল বলে খেলেনি। তবে সবাই টি-টোয়েন্টিতে কম বেশি রান করেছে। কিছুটা আত্মবিশ্বাস তো সেখান থেকে পাওয়াই যায়।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এখানে যেই প্রস্তুতি ম্যাচটা খেলেছিলাম, সেখানে আমরা সবাই অনেক বেশি সিরিয়াস ছিলাম। কারণ আমরা জানতাম যে এটা ছাড়া আমাদের প্রস্তুতির আর কোনও সুযোগ ছিল না। যে কারণে আমাদের প্রস্তুতি ভালো ছিল। দিন শেষে ম্যাচ জিতলে সবই ঠিক থাকে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়