ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বিশ্ব রেকর্ড গড়ে ইতালি সাইক্লিস্টদের ৬১ বছরে প্রথম সোনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ৪ আগস্ট ২০২১  
বিশ্ব রেকর্ড গড়ে ইতালি সাইক্লিস্টদের ৬১ বছরে প্রথম সোনা

টোকিও অলিম্পিক গেমসে বিশ্ব রেকর্ড গড়ার পরের দিনই তা ভেঙে ফেলল ইতালির সাইক্লিস্টরা। ৬১ বছরে প্রথমবার পুরুষদের দলগত পারস্যুট ইভেন্টে অলিম্পিক চ্যাম্পিয়ন হলো তারা।

সিমোনে কানসোনি, ফিলিপ্পো গান্না, ফ্রান্সেস্কো লামোন ও জোনাথন মিলানের দল ডেনমার্ককে হারায় তিন মিনিট ৪২.০৩২ সেকেন্ড টাইমিংয়ে। যা বিশ্ব চ্যাম্পিয়ন ডেনিশদের চেয়ে ০.১৬৬ সেকেন্ড দ্রুত।

এই ইভেন্টে ইতালি এখন অষ্টমবার চ্যাম্পিয়ন হলো। তবে ১৯৬০ সালের রোম অলিম্পিকের পর প্রথম। মঙ্গলবার প্রথম রাউন্ডে ৩.৪২.৩০৭ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড ভেঙেছিল। অস্ট্রেলিয়া জিতেছে ব্রোঞ্জ।

আরো পড়ুন:

এই জয়ে ইতালি ভেঙে দিলো গ্রেট ব্রিটেনের আধিপত্য, যারা গত তিনটি অলিম্পিকের এই ইভেন্টে সোনা জিতেছিল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়