ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

অলিম্পিক ২০০ মিটারে নতুন চ্যাম্পিয়ন ডি গ্রাসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৩১, ৪ আগস্ট ২০২১
অলিম্পিক ২০০ মিটারে নতুন চ্যাম্পিয়ন ডি গ্রাসি

আন্দ্রে ডি গ্রাসি জিতলেন সোনা

অলিম্পিকে পুরুষদের ২০০ মিটারে উসাইনে বোল্টের রাজত্বের অবসান হলো। গত তিনটি আসরে সোনা জিতেছিলেন জ্যামাইকান স্প্রিন্টার। অবসর নেওয়ায় এই অলিম্পিকে ছিলেন না তিনি। বুধবার (৪ আগস্ট) কানাডার স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসি জিতলেন প্রথম অলিম্পিক সোনা। অলিম্পিকে এটি তার পঞ্চম পদক, শেষ পর্যন্ত পেয়ে গেলেন যা চেয়েছিলেন।

১৯.৬২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ডি গ্রাসি। তার চেয়ে দশমিক শূন্য ৬ সেকেন্ড পেছনে থেকে রৌপ্য জিতেছেন আমেরিকান স্প্রিন্টার কেনি বেডনারেক (১৯.৬৮)। ব্রোঞ্জও জিতেছে তার স্বদেশী ও বিশ্ব চ্যাম্পিয়ন নোয়া লাইলস, ১৯.৭৪ সেকেন্ড টাইমিং ছিল তার। শেষ ৫০ মিটারে তাকে পেছনে ফেলেন ডি গ্রাসি।

টোকিওর এই আসরে ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন গ্রাসি। পাঁচ বছর আগে রিও অলিম্পিকে ২০০ মিটারে বোল্টের পরে দৌড় শেষ করে রুপা পান এই কানাডিয়ান। এছাড়া ১০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জেতেন। অবশেষে পঞ্চম অলিম্পিক পদক হিসেবে স্বর্ণের দেখা পেলেন ডি গ্রাসি।

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়