ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

৪০০ মিটারে নতুন রাজা গার্ডিনার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৫ আগস্ট ২০২১  
৪০০ মিটারে নতুন রাজা গার্ডিনার

স্টিভেন গার্ডিনার

বাহামাসকে টোকিও অলিম্পিক গেমস থেকে প্রথম সোনা এনে দিলেন স্টিভেন গার্ডিনার। ছেলেদের ৪০০ মিটার দৌড়ের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গার্ডিনার ফিনিশিং লাইন অতিক্রম করেন ৪৩.৮৫ সেকেন্ড সময়ে।

কলম্বিয়ার অ্যান্থনি জাম্ব্রানো রৌপ্য জিতেছেন, ব্রোঞ্জ পেয়েছেন ২০১২ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন গ্রানাডার কিরানি জেমস।

আরো পড়ুন:

গত রিও অলিম্পিকে ৪৩.০৩ সেকেন্ডে এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হওয়া ওয়েড ফন নাইকার্কের রাজত্ব শেষ হয়েছে। গত পাঁচ বছর ধরে ইনজুরির সঙ্গে লড়াই করা এই দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টার সোমবারের সেমিফাইনালে পঞ্চম হন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়