ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়ন হয়ে মৌসুম শুরু লেস্টার সিটির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ৮ আগস্ট ২০২১  
চ্যাম্পিয়ন হয়ে মৌসুম শুরু লেস্টার সিটির

এফ এ কমিউনিটি শিল্ডে চ্যাম্পিয়ন হয়ে ২০২১-২২ মৌসুম শুরু করেছে ইংলিশ ক্লাব লেস্টার সিটি। টুর্নামেন্টের ফাইনালে লেস্টার হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে।

রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানসিটির বিপক্ষে ১-০ গোলে জেতে লেস্টার। ম্যাচের শেষ সময়ে (৮৯ মিনিটে) একমাত্র গোলটি করেন লেস্টারের নাইজেরিয়ান ফুটবলার কেলেচি ইহেনাচো।

আরো পড়ুন:

শেষ সময়ের এই গোলের আর শোধ করতে পারেনি সিটি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছেন পেপ গার্দিওয়ালার শিষ্যরা।

এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কমিনিউটি শিল্ডের ট্রফি জিতলো লেস্টার। ৫০ বছর পর এই ট্রফি জয়ের স্বাদ পেলো ইংলিশ ক্লাবটি।

এই জয়ে বুঁদ থাকার সময় নেই লেস্টারের সামনে। ইপিএলের নয়া মৌসুম শুরু হতে বাকি নেই এক সপ্তাহও। ১৪ আগস্ট উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের যাত্রা।

অন্যদিকে হার দিয়ে মৌসুম শুরু করা ম্যানসিটি ইপিএলের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ১৫ আগস্ট। টটেনহ্যামের বিপক্ষে টটেনহ্যামের মাঠেই লড়তে দ্য সিটিজেনদের।

ঢাকা/রিয়াদ

সর্বশেষ

পাঠকপ্রিয়