ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

এমন টি-টোয়েন্টি সিরিজ আগে দেখেনি কেউ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১০ আগস্ট ২০২১   আপডেট: ১৬:১১, ১০ আগস্ট ২০২১
এমন টি-টোয়েন্টি সিরিজ আগে দেখেনি কেউ

১৩১, ১২১, ১২৭, ১০৪ ও ১২২। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ইনিংসে দলগুলোর স্কোর এগুলো। ধারাবাহিকভাবে ফিরতি উত্তরগুলি এসেছে এভাবে ১০৮, ১২৩, ১১৭, ১০৫ ও ৬২। ১২২২ টি-টোয়েন্টিতে এতোটা কম স্কোর আগে দেখেনি ক্রিকেট বিশ্ব। সিরিজে সব মিলিয়ে রান হয়েছে ১০৬২। যা টেস্ট খেলুড়ে দলের দ্বিপাক্ষীয় সিরিজে সবচেয়ে কম।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সিরিজে রান হয়েছে ১৪৮৮। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের থেকে ৪২৬ রান বেশি। ওভারপ্রতি রান তোলার হারও হতশ্রী। প্রতি ছয় বলে রান এসেছে মাত্র ৫.৮৫। যেখানে সর্বোচ্চ রান ১৩১, সর্বনিম্ন ৬২।  ২০১২ সালে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ৩ ম্যাচ সিরিজে এ হার ছিল ৬.৩৭। সর্বোচ্চ রান ১৬৮, সর্বনিম্ন ৭৪।

এছাড়া একই বছর আয়ারল্যান্ড ও কেনিয়ার দ্বিপাক্ষিক সিরিজে এই হার ছিল ৬.১১। দুই দলের সম্মিলিত রানের যখন এই চিত্র তখন বাউন্ডারিও যে কম হয়েছে নির্দিধায় বলা যায়। ৫ ম্যাচের সিরিজেও মাত্র ৬৮ চার আর ৩০ ছয়। রেকর্ড হয়নি। তবে দ্বিপাক্ষিক সিরিজে এমন বাউন্ডারি খরা নিকট অতীতে দেখা যায়নি। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজে সিরিজে চার হয়েছে ৩০টিরও কম।

আরো পড়ুন:

ছয় তো টেনেটুনে দুই অঙ্ক ছুঁয়েছে। তবে ম্যাচটা কিন্তু ছিল তিন ম্যাচ সিরিজের। যেখানে একটি পরিত্যক্ত হয়েছিল। অস্ট্রেলিয়াকে ৬২ রানে অলআউট করে সর্বনিম্ন রানের লজ্জাও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের টি-টোয়েন্টি অভিষেকের একবছর আগে ইংল্যান্ডের সাউদাম্পটনে তারা অলআউট হয়েছিল ৭৯ রানে। ১২২ রানের পুঁজি নিয়ে ৬০ রানের বিশাল জয় বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের সেরা।

এর আগে ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৭১ রানে হারিয়েছিল ১৯০ রানের লক্ষ্য দিয়ে। আদর্শ টি-টোয়েন্টি বলতে বুঝায় রানের উৎসব, বোলারদের তুলোধনো করে চার-ছক্কার ফোয়ারা। কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ দেখাল ভিন্নরূপ। সামনেই আসছে নিউ জিল্যান্ড। কিউইদেরও কি একই অবস্থা করবে বাংলাদেশ? প্রশ্নটা সময়ের কাছেই তোলা থাক।

ঢাকা/ইয়াসিন/রিয়াদ


সর্বশেষ

পাঠকপ্রিয়