ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মেসির পিএসজি অভিষেক কবে, জানালেন কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ২৩ আগস্ট ২০২১  
মেসির পিএসজি অভিষেক কবে, জানালেন কোচ

প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে লিওনেল মেসির চুক্তি হয়ে গেছে প্রায় দুই সপ্তাহ আগে। ফরাসি জায়ান্টরাও খেলে ফেলেছে লিগ ওয়ানের তিনটি ম্যাচ। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নতুন ক্লাবের জার্সিতে দেখার অপেক্ষা শেষ হচ্ছে না। অবশেষে স্বস্তির খবর দিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো।

আগামী সপ্তাহে রেইমসের মাঠে ফরাসি লিগের ম্যাচের দিনে মেসিকে পিএসজির জার্সিতে দেখা যাবে বললেন আর্জেন্টাইন কোচ। তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে এরই মধ্যে টেবিলের শীর্ষে পিএসজি। এই ম্যাচগুলোতে নেইমারও খেলেননি। এবার হয়তো দুজনকে একসঙ্গে দেখা যাবে।

ইএসপিএনকে পচেত্তিনো বলেছেন, ‘এই সপ্তাহ ছিল মেসির জন্য খুব ভালো। পরের সপ্তাহ অনেক লম্বা, আমরা আশা করি সবকিছু ঠিক থাকলে সে দলে থাকতে পারবে এবং প্রতিযোগিতামূলক উপায়ে সে এই দলে খেলা শুরু করবে।’

আরো পড়ুন:

এই মৌসুমে মেসিসহ ক্লাবের নতুন পাঁচ চুক্তি করা ফুটবলারদের মধ্যে কেবল আচরাফ হাকিমি ও জর্জিনিয়ো উইনালডাম তিন ম্যাচের প্রত্যেকটি খেলেছেন। গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মাকে ব্রেস্টের বিপক্ষে দলে রাখলেও বেঞ্চে বসিয়ে রাখা হয়। আন্তর্জাতিক বিরতির পর লিগ ফেরার আগে সম্ভবত অভিষেক হচ্ছে না সার্জিও রামোসের।

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়