ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

৬ বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তান 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৪ সেপ্টেম্বর ২০২১  
৬ বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তান 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফর করবে পাকিস্তান। এই সফরে টাইগারদের বিপক্ষে তিন সংস্করণের সিরিজে খেলবে বাবর আজমের দল। 

পাকিস্তানের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। 

গণমাধ্যমে বিসিবি প্রধান নির্বাহী বলেন, 'পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান বোর্ডের সাথে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে। ' 

আরো পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। শেষ হবে ১৪ নভেম্বর। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে। 

পাকিস্তান সিরিজ শেষ হলে নিউ জিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। মার্চে আছে দক্ষিণ আফ্রিকা সফর। সবগুলো সিরিজ নিয়ে সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে বিসিবি কাজ করছে জানিয়ে নিজামউদ্দিন আরও বলেন, দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও যোগাযোগ হচ্ছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সাথে যোগাযোগ করছে।'  

বিসিবির নির্ধারিত কোভিড প্রটোকল অনুযায়ী সিরিজটি হবে। 'আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের যে গাইডলাইন তা সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।' 

আরও ৬ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর ২০২০ সালে পাকিস্তান সফরে গিয়েছিল লাল সবুজের দল। 
 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়