ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

গেইলের রেকর্ড ভাঙলেন বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৪ অক্টোবর ২০২১  
গেইলের রেকর্ড ভাঙলেন বাবর

নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড তাদের পাকিস্তান সফর বাতিল করার কারণে এখন পাকিস্তানি ক্রিকেটারদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য ন্যাশনাল টি-টোয়েন্টি কাপই একমাত্র সম্বল। এই প্রতিযোগিতায় বেশ আলোচনায় জাতীয় দলের অধিনায়ক বাবর আজম। ক্রিকেটের এই ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরি করা পাকিস্তানি ব্যাটসম্যান হয়েছেন কদিন আগে। এবার ভাঙলেন ক্রিস গেইলের রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা গেইলকে পেছনে ফেলেছেন তিনি। সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে এই কীর্তি গড়েন। ১৮৭তম ইনিংস খেলে মাত্র চার রান করেই রেকর্ড গড়েন আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান। ১৯২ ইনিংস খেলে ৭ হাজার রান করেছিলেন গেইল।

মাত্র তিন ইনিংসের জন্য এই বছরের শুরুতে গেইলের দ্রুততম ৬ হাজার টি-টোয়েন্টি রানের রেকর্ড ভাঙতে পারেননি বাবর। তারপর থেকে মাত্র ২২ ইনিংস খেলে আরও এক হাজার রান করলেন তিনি।

আরো পড়ুন:

গত সপ্তাহে বাবর ষষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন। পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি শতক তার।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়