ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সেমিফাইনালের আগে দুই রাত আইসিইউতে ছিলেন রিজওয়ান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১২ নভেম্বর ২০২১   আপডেট: ১৬:২১, ১২ নভেম্বর ২০২১
সেমিফাইনালের আগে দুই রাত আইসিইউতে ছিলেন রিজওয়ান

শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে সেমিফাইনালের আগের দিন একাদশে পাওয়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছিল পাকিস্তান। হালকা জ্বর বলে জানা গিয়েছিল। তবে ম্যাচের দিন নিজেদের ফিটনেস পরীক্ষায় পাস করেন। মালিক মাত্র ১ রান করলেও রিজওয়ান ৫২ বলে খেলেন ৬৭ রানের সেরা ইনিংস। কিন্তু তার এই প্রচেষ্টা বৃথা গেছে, ৫ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে পাকিস্তান। 

জ্বর নিয়ে অনুশীলন না করার খবর শোনা গেলেও এটা অজানা যে, এই দুই দিন হাসপাতালের আইসিইউতে ছিলেন রিজওয়ান। সেমিফাইনাল হারের পরপর একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে ‘নায়ক’ রিজওয়ান ভাসছেন প্রশংসার সাগরে। ছবিতে পাকিস্তানি ওপেনারকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা নিতে দেখা গেছে। টিম চিকিৎসকও জানালেন এর সত্যতা।

সেমিফাইনালের আগের দুই দিন বুকের সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউতে ছিলেন রিজওয়ান। পাকিস্তানের টিম চিকিৎসক নাজিব সমরু বলেছেন, ‘গত ৯ নভেম্বর বুকের তীব্র সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ রিজওয়ান। সেরে উঠতে দুই রাত আইসিইউতে থাকতে হয়েছিল তাকে।’

আরো পড়ুন:

সমরু আরো বলেন, ‘তিনি অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে ওঠেন এবং ম্যাচের আগে ফিট। দেশের জন্য পারফর্ম করতে তার অবাক করা দৃঢ়তা আমরা দেখতে পেয়েছি। তিনি কেমন পারফর্ম করলেন আজ, সেটাও তো দেখলাম।’

রিজওয়ানের প্রতিশ্রুতি ও ত্যাগ দেখে তাকে প্রশংসায় ভাসালেন লিজেন্ডারি ফাস্ট বোলার শোয়েব আখতার। টুইটারে তিনি লিখেছেন, ‘আপনি কি কল্পনা করতে পারেন এই ছেলেটি আজ তার দেশের জন্য খেলেছে এবং সেরাটা দিয়েছে। সে গত দুই দিন হাসপাতালে ছিল। মোহাম্মদ রিজওয়ান, তোমাকে অনেক শ্রদ্ধা জানাই।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়