ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

ফাইনালের আগে ভূমিকম্পে কাঁপলো দুবাই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ১৪ নভেম্বর ২০২১   আপডেট: ২৩:৩৮, ১৪ নভেম্বর ২০২১
ফাইনালের আগে ভূমিকম্পে কাঁপলো দুবাই

বাংলাদেশ সময় রাত ৮টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। এই ম্যাচ মাঠে গড়ানোর আগে ভূমিকম্পে কেঁপে ওঠে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। মূলত ইরানে ৬.৫ মাত্রার ভূমিকম্প হয়। সেটারই কম্পন অনুভূত হয় আরব আমিরাত পর্যন্ত। দুবাই ও অন্যান্য শহরের অধিকাংশ মানুষ টের পেয়েছেন সেই কম্পন।

তবে ভূমিকম্পে দুবাইতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কোনো সমস্যা হয়নি বিশ্বকাপ ফাইনালের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও। সে কারণে যথাসময়ে শুরু হয় ফাইনাল।

ফাইনালে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ টস জিতে নিউ জিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান। নিউ জিল্যান্ড টস হেরে ব্যাট করতে নামে। ৪ উইকেট হারিয়ে তোলে ১৭২ রান। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। বিশ্ব পায় নতুন চ্যাম্পিয়ন।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়