ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

এক নজরে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১৫ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:২৪, ১৫ নভেম্বর ২০২১
এক নজরে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেষ হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের চারটি ভেন্যুতে হয়ে গেছে ৪৫ ম্যাচ। যেখানে ব্যাটসম্যান ও বোলারদের জন্য দারুণ সময় কেটেছে। কার কী অর্জন, সেটা এক নজরে দেখে নেওয়া যাক-

ভেন্যু: আরব আমিরাত ও ওমান

ম্যাচ ৪৫টি

আরো পড়ুন:

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া

রানার্সআপ: নিউজিল্যান্ড

ফাইনালের সেরা: মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)

টুর্নামেন্টের সেরা: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

সবচেয়ে বেশি জয়: অস্ট্রেলিয়া ৬

সবচেয়ে বেশি হার: বাংলাদেশ ৬

মোট ছক্কা: ৪০৫

মোট উইকেট: ৫২৬ 

মোট রান: ১৬১৬২

মোট ফিফটি: ৫৪

মোট সেঞ্চুরি: ১, জস বাটলার (ইংল্যান্ড)

জয়-হারে এগিয়ে: অস্ট্রেলিয়া ৮৫.৭%

সর্বোচ্চ ইনিংস: ভারত ২১০/২; প্রতিপক্ষ, আফগানিস্তান

এক ম্যাচে সর্বোচ্চ রান: ইংল্যান্ড-দ. আফ্রিকা ৩৬৮

সবচেয়ে বেশি রান
ব্যাটসম্যান          দল         ম্যাচ          রান
বাবর            পাকিস্তান         ৬          ৩০৩
ওয়ার্নার         অস্ট্রেলিয়া       ৭           ২৮৯ 
রিজওয়ান      পাকিস্তান       ৬           ২৮১

সেরা ইনিংস

ব্যাটসম্যান        দল         রান         প্রতিপক্ষ

বাটলার           ইংল্যান্ড     ১০১*      শ্রীলঙ্কা
ডুসেন           দ. আফ্রিকা  ৯৪*       ইংল্যান্ড
গাপটিল       নিউজিল্যান্ড  ৯৩       স্কটল্যান্ড

সবচেয়ে বেশি উইকেট

বোলার          দল         ম্যাচ         উইকেট

হাসারাঙ্গা     শ্রীলঙ্কা        ৮               ১৬
জাম্পা        অস্ট্রেলিয়া    ৭               ১৩
বোল্ট        নিউজিল্যান্ড   ৭               ১৩

সেরা বোলিং

বোলার       দল             ফিগার      প্রতিপক্ষ

জাম্পা     অস্ট্রেলিয়া     ৫/১৯     বাংলাদেশ
মুজিব   আফগানিস্তান  ৫/২০     স্কটল্যান্ড
আদিল     ইংল্যান্ড         ৪/২       উইন্ডিজ

ঢাকা/আমিনুল/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়