ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

‘অন্যায় সিদ্ধান্ত’- বাবরকে টুর্নামেন্ট সেরা না করায় শোয়েব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৫ নভেম্বর ২০২১  
‘অন্যায় সিদ্ধান্ত’- বাবরকে টুর্নামেন্ট সেরা না করায় শোয়েব

পাকিস্তানকে দারুণ নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে তুলেছিলেন বাবর আজম। চার হাফ সেঞ্চুরিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানও তার। বাবরের দলকে হারিয়ে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়া হয়েছে এবারের চ্যাম্পিয়ন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এই সিদ্ধান্তে হতবাক পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তার মতে বাবর এই স্বীকৃতির দাবিদার ছিলেন।

এবারের বিশ্বকাপে ছয় ম্যাচে ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেছেন বাবর। তিনিই এই আসরের শীর্ষ ব্যাটসম্যান। আর সাত ম্যাচে ৪৮.১৬ গড় ও ১৪০-এর উপর স্ট্রাইক রেট নিয়ে ২৮৯ রানে দ্বিতীয় সেরা ওয়ার্নার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রাখার আগে ব্যাটে রান ছিল না ওয়ার্নারের। তাকে দলে নেওয়া ছিল প্রশ্নবিদ্ধ। কিন্তু তিনি ঘুরে দাঁড়ালেন। দলকে শিরোপা জেতাতে তিনটি হাফ সেঞ্চুরি ৩৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যানের। তার হাতেই উঠল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

আরো পড়ুন:

কিন্তু এটা মানতে পারছেন না শোয়েব। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস টুইটারে লিখেছেন, ‘বাবর আজম টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হচ্ছে, এটা দেখার জন্য সত্যিই অধীর অপেক্ষায় ছিলাম। অবশ্যই অন্যায় সিদ্ধান্ত।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়