ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

৩২ বছর পর আটালান্টার কাছে লজ্জা পেলো জুভেন্টাস 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ২৮ নভেম্বর ২০২১  
৩২ বছর পর আটালান্টার কাছে লজ্জা পেলো জুভেন্টাস 

ইতালিয়ান লিগ সিরি আ’তে ছন্দে নেই জুভেন্টাস। চলতি মৌসুমে ১৪ ম্যাচ খেলে ৫টিতেই হার। জয় মাত্র ৬টিতে আর ড্র বাকি ৩টিতে। এবার নিজেদের মাঠে যা হলো তা আরও লজ্জার ওল্ড লেডিদের জন্য।

৩২ বছর আগে ১৯৮৯ সালে নিজেদের মাঠে আটালান্টার কাছে হেরেছিল জুভেন্টাস। আবার সেই রাত এলো ঘরের মাঠেই। ১-০ গোলে হারিয়ে দিশেহারা ক্লাবটিকে যেন লজ্জা দিলো আটালান্টা।

ডুভান জাপাটার একমাত্র গোলে প্রথমার্ধে এগিয়ে যায় আটালান্টা। ২৯ মিনিটের সময় গোলটি করেন জাপাটা। এই এক গোলেই লেখা হয়ে যায় আটালান্টার জয়ের গল্প। বল দখলের লড়াই হতে শুরু করে আক্রমণ, সব বিভাগেই এগিয়ে ছিল জুভেন্টাস, কিন্তু জয়ের জন্য কাঙ্ক্ষিত গোলটিই পায়নি শুধু।

আরো পড়ুন:

আটালান্টার জাল লক্ষ্য করে ১৫টি শ ট নিয়েছে জুভেন্টাস। অন্য দিলে আটালান্টা নিয়েছে মাত্র ৭টি। স্বাগতিকদের পায়ে বল ছিল মাচের ৫৯ শতাংশ সময়।

১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে জুভেন্টাস অষ্টম স্থানে আছে। অন্যদিকে সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আটালান্টা। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে সবার ওপরে নাপোলি। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়