ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

আবু ধাবি থেকে ফিরে করোনায় আক্রান্ত নাদাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২০ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:৩২, ২০ ডিসেম্বর ২০২১
আবু ধাবি থেকে ফিরে করোনায় আক্রান্ত নাদাল

পায়ের চোটে দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন রাফায়েল নাদাল। গত সপ্তাহে আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপের প্রদর্শনী ম্যাচ দিয়ে কোর্টে ফেরেন। সেখানে নিজের ফিটনেস নিয়ে হতাশা প্রকাশ করে জানান, আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে নাও খেলতে পারেন। সোমবার দিলেন আরো বড় দুঃসংবাদ, করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের ৬ নম্বর টেনিস তারকা।

স্পেনে ফেরার পর পিসিআর টেস্ট করান নাদাল। রিপোর্টে করোনা পজিটিভ আসে। এক সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে মেলবোর্নের চার্টার ফ্লাইটে ওঠার কথা। কিন্তু করোনায় আক্রান্তের কারণে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্লামে তার খেলা পড়ে গেল ঘোর অনিশ্চয়তায়।

সোমবার ৩৫ বছর বয়সী তারকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন, স্প্যানিশ ভাষায় তিনি লিখেছেন, ‘আমি ঘোষণা করছি যে আবু ধাবি টুর্নামেন্ট খেলে দেশে ফেরার পর আমি কোভিড পজিটিভ হয়েছি, যখন স্পেনে নামলাম।’ আবু ধাবি ও কুয়েতে প্রতি দুই দিনে একবার করে করোনা টেস্ট করান, সবগুলোতে আসে নেগেটিভ। এমনকি গত শুক্রবারও করোনা পজিটিভ ছিল না দাবি নাদালের।

আরো পড়ুন:

তার সংস্পর্শে যাওয়া প্রত্যেককে অসুস্থতার কথা জানানোর কথা ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল বলেছেন, ‘কিছু অস্বস্তিকর মুহূর্ত কাটিয়েছি আমি। কিন্তু আমি আশা করি ধীরে ধীরে উন্নতি হবে। আমি এখন ঘরবন্দি এবং আমার সঙ্গে যারা সংস্পর্শে ছিলেন তাদের আমি আমার করোনা রিপোর্টের কথা জানিয়েছি।’

পায়ের চোটের কারণে চার মাস মাঠের বাইরে ছিলেন নাদাল। রোলাঁ গাঁরোয় সেমিফাইনালে ছিঠকে যাওয়ার পর উইম্বলডন, টোকিও অলিম্পিকস ও ইউএস ওপেন থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

করোনা হওয়ায় কোয়ারেন্টাইনে আছেন নাদাল। আগামী ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেন হলেও তাতে খেলা নিয়ে নিশ্চয়তা দিতে পারেননি তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়