ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

লেভানডোভস্কিকে স্পর্শ করেছে মেসির কথা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২২ ডিসেম্বর ২০২১  
লেভানডোভস্কিকে স্পর্শ করেছে মেসির কথা

গত বছর মাঠে দুর্দান্ত ছিলেন রবার্ট লেভানডোভস্কি। করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালের ব্যালন ডি’অর বাতিল না করলে সেটা পেয়েই যেতেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার। এই বছর অল্পের জন্য লিওনেল মেসির কাছে সোনালি ট্রফিটি হারিয়েছেন তিনি। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড তাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা মন ছুঁয়ে গেছে লেভানডোভস্কির।

গত ২৯ নভেম্বর প্যারিসে জমকালো আয়োজনে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অর জেতেন মেসি। ৩৩ ভোটের ব্যবধানে তার কাছে হেরে যান লেভানডোভস্কি। সোনালি বলের অ্যাওয়ার্ড হাতে নিয়ে মেসি স্বীকার করেন, গত বছর পোলিশ স্ট্রাইকারকে দেওয়া উচিত ছিল এটি। একই সঙ্গে আশা প্রকাশ করেন, ক্যারিয়ারের কোনো এক সময় অন্তত একটি ব্যালন ডি’অর জিতবেনই লেভানডোভস্কি।

মেসির হাতে এবারের ব্যালন ডি’অর ওঠায় স্বাভাবিকভাবে হতাশ ছিলেন বায়ার্ন তারকা। তবে আর্জেন্টিনা অধিনায়কের কথায় মন বিগলিত হয়েছে তার, ‘আমাকে নিয়ে (ব্যালন ডি’অর সম্পর্কে) মেসির কথাগুলো সত্যিই আমার হৃদয় স্পর্শ করেছে। ওগুলো ফাঁকা বুলি ছিল না, আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল এটি।’

আরো পড়ুন:

মেসির সঙ্গে ওই রাতে খুব অল্প কথা হয়েছিল লেভানডোভস্কির, ‘লিওর (সরাসরি) সঙ্গে আমার অল্প কিছু কথা হয়েছে। কারণ আমার স্প্যানিশ খুব একটা ভালো নয়। আমি কিলিয়ানের (এমবাপ্পে) সঙ্গে ইংরেজিতে কথা বলেছি, সে ওগুলো লিওর জন্য অনুবাদ করেছে। দারুণ একটি রাত ছিল।’

ব্যালন ডি’অর জয়ের ভাগ্য এবারো হলো না। তবে আশা ছাড়ছেন না লেভানডোভস্কি। আগে নিজের কাজ মাঠের পারফরম্যান্স ভালোভাবে করতে চান তিনি, ‘আমি যেটা নিশ্চিত করতে পারি তা হলো আমার কাজ আমি করে যাব এবং আমার সেরা পারফরম্যান্স মাঠে করব।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়