ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

হৃদরোগে মাঠেই আলজেরিয়ান ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৬:০৩, ২৬ ডিসেম্বর ২০২১
হৃদরোগে মাঠেই আলজেরিয়ান ফুটবলারের মৃত্যু

আলজেরিয়ার ফুটবলে শোকের ছায়া নেমে এলো শনিবার। ওরানে দ্বিতীয় বিভাগের একটি ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন সোফিয়ানে লওকার নামের এক আলজেরিয়ান ফুটবলার। একটি স্থানীয় নিউজ আউটলেট এক প্রতিবেদনে এই খবর জানায়।

সংবাদ সংস্থা এপিএস বলছে, ২৮ বছর বয়সী লওকার মৌলোউদিয়া সাইদার জার্সিতে লিগ ২- এর ম্যাচ খেলছিলেন। এএসএম ওরানের বিপক্ষে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে নিজ দলের গোলকিপারের সঙ্গে ধাক্কা লাগে তার।

প্রাথমিক চিকিৎসার পর লওকার আবার মাঠে নামেন। কিন্তু ১০ মিনিট পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসকরা জানান, হৃদরোগে মারা গেছেন ক্লাবটির অধিনায়ক।

আরো পড়ুন:

দুই দলের কাছে যখন লওকারের মৃত্যুর খবর পৌঁছায়, তখন তারা ম্যাচ বাতিল করে। তার আকস্মিক মৃত্যুতে সতীর্থরা যেমন ভেঙে পড়েছিলেন, প্রতিপক্ষ দলেরও খেলোয়াড়রাও তা মেনে নিতে পারেননি। বেশ কিছু ভিডিওতে তাদের কাঁদতে দেখা গেছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়