ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ভারতে ভারতকে হারাইনি, সেটা করলে ভালো লাগবে: ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৪৮, ২৯ ডিসেম্বর ২০২১
ভারতে ভারতকে হারাইনি, সেটা করলে ভালো লাগবে: ওয়ার্নার

অ্যাশেজ ধরে রাখা নিশ্চিতের পর বুধবার (২৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার টেস্টে ভারতকে ভারতে হারানোর তীব্র আকাঙ্ক্ষার কথা প্রকাশ করলেন।

ওয়ার্নার বলেছেন, ‘আমরা এখনো ভারতে ভারতকে হারাতে পারিনি। সেটা করলে ভালো লাগবে।’ সবশেষ গত বছরের ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া জিতে শুরু করলেও ২-১ এ চার ম্যাচের সিরিজ হারে।

এছাড়া ইংল্যান্ডের মাটিতেও অ্যাশেজ জয়ের ইচ্ছার কথা জানালেন ওয়ার্নার। ২০১৯ সালে বাঁহাতি ব্যাটসম্যান ছিলেন না ফর্মে, লাগাতার স্টুয়ার্ট ব্রডের কাছে আউট হন। ওইবার সিরিজ ড্র হয়। ওয়ার্নার বলেন, ‘আরেকটি ইচ্ছা, ইংল্যান্ডের মাটিতে জেতা। ২০১৯ সালে ড্র হয়েছিল সিরিজ। কিন্তু আশাবাদী আমি যদি আরেকবার সুযোগ পাই সেখানে যাব।’

আরো পড়ুন:

২০২৩ সালে অ্যাশেজ খেলতে ইংল্যান্ডে যাবে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের বয়স তখন হবে ৩৭। বয়স কোনো বাধা হয়ে দাঁড়াবে না বিশ্বাস অজি ওপেনারের। তাকে অনুপ্রাণিত করছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন, ৩৯ বছর বয়সেও যিনি বল হাতে দাপট দেখাচ্ছেন। অস্ট্রেলিয়ায় এবার দুটি ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। ওয়ার্নার বলেছেন, ‘আমি মনে করি, আজকাল বুড়োদের জন্য দৃষ্টান্ত তৈরি করছে জেমস অ্যান্ডারসন। তার দিকে আমরা তাকাই কারণ আমরাও ওই দিনগুলোতে যাচ্ছি। কিন্তু আমার কর্তব্য হলো সামর্থ্যের সেরাটা দিয়ে যাওয়া এবং স্কোরবোর্ডে অবদান রাখা।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়