ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ক্রাইস্টচার্চ টেস্টের বড় ফ্যাক্টর সবুজাভ উইকেট ও টস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৭ জানুয়ারি ২০২২   আপডেট: ২২:০৪, ৭ জানুয়ারি ২০২২
ক্রাইস্টচার্চ টেস্টের বড় ফ্যাক্টর সবুজাভ উইকেট ও টস

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মানেই সবুজাভ উইকেট। যা দ্রুতগতির বোলারদের জিভে জল এনে দেয়! উইকেটে প্রবল বাউন্স থাকে। থাকে বাড়তি গতি। বল দারুণ ক্যারি করে।

এমন উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিনই বটে। রান তুলতে তাদের বেশ সংগ্রাম করতে হয়। এজন্য টেস্টে টস হয়ে উঠে অতি গুরুত্বপূর্ণ। প্রথম দিনই যদি ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া যায় তাহলে বেশ ভালো। এজন্য ক্রাইস্টচার্চ টেস্টে সবুজাভ উইকেট ও টস বিশাল ফ্যাক্টর হয়ে উঠে।

সাকিবের মতে, টস জিতে ফিল্ডিং নিতে পারলে এবং বোলাররা শুরুর সুবিধা কাজে লাগাতে পারলে এগিয়ে যাবে বাংলাদেশ। ২০১৭ সালে বাংলাদেশ একটি টেস্ট খেলেছিল ক্রাইস্টচার্চে। ৯ উইকেটে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। তবে বেশ কিছু পারফরম্যান্স হয়েছে। সৌম্যর ৮৬, সাকিবের ৫৯ ও ৪ উইকেট সেই পারফরম্যান্সের অন্যতম। পূর্বের পারফরম্যান্স বাংলাদেশকে আশা না দেখালেও বর্তমান ফল আত্মবিশ্বাসী করে তুলছে।

আরো পড়ুন:

মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ উড়িয়েছে বিজয়ের পতাকা। সেই জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশকে এগিয়ে রাখবে বলে বিশ্বাস করেন বাঁহাতি অলরাউন্ডার। তার ভাষ্য, ‘দেখুন সবুজ উইকেট হলেও, আমাদের জন্য যে এডভান্টেজটা থাকবে...আমাদের যে তিনজন পেসার আছে, তারাও খুব ভালো বল করেছে। মিরাজও অসাধারণ বল করেছে। ওদের এটাও মাথায় রাখতে হবে যে, আমাদের বোলারদেরও ফেস করতে হবে। স্বাভাবিকভাবেই এরকম একটা ম্যাচ জেতার পর যেমন হয় যে, সবার অনেক আত্মবিশ্বাস থাকে। আমি আশা করবো ঐ আত্মবিশ্বাস যেন কাজে লাগে। এমন না যে কাজে লাগবেই। তবে কাজে লাগলে খুব ভালো হবে।’

সাকিবের মতো প্রথম টেস্ট জিতে বাংলাদেশ যে পরিবর্তনের বার্তা দিয়েছে তা ধরে রাখতে হবে সামনেও। যে বিশ্বাস তৈরি হয়েছে সেই বিশ্বাসে আত্মবিশ্বাসী থাকতে হবে। তার বিশ্বাস টেস্ট চ্যাম্পিয়নশিপেও একদিন ভালো করবে বাংলাদেশ, ‘একটা টেস্ট ম্যাচ জয় দিয়ে সবকিছু পরিবর্তন হয়ে যায় না। তবে একটা টেস্ট ম্যাচ অনেক কিছু পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি করে। আমার কাছে মনে হয় সেই সম্ভাবনা তৈরি হলো। এই বিশ্বাসটা যদি আমরা রাখতে পারি, বিসিবি যদি সেই বিশ্বাসটা রাখতে পারে, আমার কাছে মনেহয় এই টেস্ট চ্যাম্পিয়নশিপেই আমরা অনেক ভালো ফল করে দেখাতে পারব। আমাদের দলটা আরও ভালো ফল করে দেখাতে পারবে।’

এদিকে টসকে অতি গুরুত্বপূর্ণ মনে করে সাকিব যোগ করেছেন, ‘নতুন একটা ম্যাচ, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ হবে। টস জেতাটা গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয় টস জেতাটা এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ, নিউ জিল্যান্ডে সবসময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে। টসটা জিতে যদি ফিল্ডিং নেওয়া যায়, আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে দলের জন্য। টস না জিতলেও হয়তো কঠিন হবে, তবে আমার ধারণা প্রথম ম্যাচে যে আত্মবিশ্বাস পেয়েছে আমাদের দল, সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়