ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ক্রাইস্টচার্চে জয়ের ব্যাপারে আশাবাদী লাথাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ৮ জানুয়ারি ২০২২  
ক্রাইস্টচার্চে জয়ের ব্যাপারে আশাবাদী লাথাম

প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে নিউ জিল্যান্ড। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই। ম্যাচটি যখন ক্রাইস্টচার্চে, তখন কিউই অধিনায়ক টম লাথামও আশাবাদী এই টেস্ট জিততে।

স্থানীয় সময় সময় শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে লাথাম বলেছেন, ‘আমরা জানি তারা আত্মবিশ্বাসী হয়ে হেগলিতে খেলতে আসবে। তবে এখানকার উইকেট মাউন্ট মঙ্গানুই থেকে সম্পূর্ণ আলাদা। আমরা শেষ কয়েক বছর ধরে এখানে দারুণ ক্রিকেট খেলে আসছি। আর আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই এখানে। সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। আমরা প্রস্তুত দারুণ একটা পারফরম্যান্স দিতে।’

‘আমি বিশ্বাস করি রেজাল্ট ম্যাচের আগের এবং ম্যাচের কাজের ওপর নির্ভর করে। আমরা যেটা ভালো করি সেটা যদি ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আমরা ম্যাচ জয়ে পাবো।’ যোগ করেন তিনি।

বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো টস জিতে আগে বোলিং করাকে গুরুত্বপূর্ণ মনে করলেও লাথাম বললেন ভিন্ন কথা, ‘আমরা দেখেছি যারা এখানে টস জিতে তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি মনে করি না যে টস জিতলেই ম্যাচ জয় হয়ে যায়। আমরা যদি এর আগেও এখানে আগে ব্যাট করে বড় স্কোর গড়ে ম্যাচ জিতেছি। আমরা যদি সেটার পুনরাবৃত্তি করতে পারি তাহলে ম্যাচের শেষ দিকে হয়তো আমাদের দিকে ফলাফল আসতেও পারে।’

তবে পেসাররা যে ক্রাইস্টচার্চে অতিরিক্ত সুবিধা পাবেন সেটা নিদ্বির্ধায় স্বীকার করেছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক, ‘আমরা এর আগে এখানে এক্সট্রা বাউন্স এবং পেস দেখেছি। আমাদের পেসাররা যদি সঠিক জায়গা এবং লাইন মেইন্টেইন করে বল করতে পারে তাহলে আমি মনে করি আমাদের ভালো একটা সুযোগ থাকবে ম্যাচে।’

সংবাদ সম্মেলনে এসে প্রথম টেস্টে দাপুটে জয় পাওয়া বাংলাদেশ দলের প্রশংসা করতে ভোলেননি কিউই কাপ্তান, ‘বাংলাদেশ পারফেক্ট টেস্ট খেলছে। বোলিংয়ের দিক দিয়ে তারা দুই পাশ দিয়েই দারুণ বল করে ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করেছে। তারা আমাদের জুটি গড়তে দেয়নি। এটা আমাদের বোলারদের জন্য শিক্ষণীয় একটা ব্যাপার। আর তারা উইকেটের সঙ্গে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে এবং বড় জুটিও গড়েছে। যেটা আমরা করতে পারিনি। আর ওমন উইকেটে প্রথম ইনিংসের স্কোর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেটা বাংলাদেশ করতে পেরেছে কিন্তু আমরা পারিনি।’

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়