ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

দ্বিতীয় টেস্ট হারলেও ইতিবাচক মুমিনুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১১ জানুয়ারি ২০২২  
দ্বিতীয় টেস্ট হারলেও ইতিবাচক মুমিনুল

মাউন্ট মঙ্গানুইতে নিউ জিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তাসমান পারের দেশটিতে এটি ছিল তাদের প্রথম জয়। তবে বে ওভালের কীর্তির পুনরাবৃত্তি তারা করতে পারেনি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। তারপরও ইতিবাচক দিক দেখতে পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।

পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ব্যাটে-বলে গোটা ম্যাচে দাপট দেখায় তারা। ওই জয়ের সুখস্মৃতি এবার নিউ জিল্যান্ড থেকে দেশে ফেরার পথে তাদের সঙ্গী। মুমিনুল ম্যাচ শেষে বলেছেন, ‘খুব গর্বিত, বিশেষ করে বিদেশে খেলে। আমি প্রথম টেস্ট নিয়ে সত্যিই খুশি, কিন্তু দ্বিতীয় টেস্ট ছিল হতাশার।’

প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয়টিতেও সাফল্য পাওয়া চ্যালেঞ্জিং ছিল বললেন অধিনায়ক, ‘প্রথম টেস্ট জয়ের পর এটা ছিল আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। বিদেশে খেলার সময় আমাদের সবসময় ভালো মনোভাব প্রয়োজন। দ্বিতীয় টেস্ট হারলেও আমরা কিছু ইতিবাচক দিক দেখছি।’

আরো পড়ুন:

১২৬ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয়টিতে বাংলাদেশ প্রতিরোধ গড়ে। বিশেষ করে লিটন দাসের সাবলীল ব্যাটিং ছিল দেখার মতো। তার ১০২ রানের ঝকঝকে ইনিংস ক্রাইস্টচার্চে বাংলাদেশকে লড়াইয়ে ফেরায়। মুমিনুল বললেন, ‘যখন লিটন ব্যাট করছিল, দেখে মনে হচ্ছিল না এটা কঠিন একটি উইকেট।’

ঢাকা/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়