ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

সহজেই তৃতীয় রাউন্ডে নাদাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৯ জানুয়ারি ২০২২  
সহজেই তৃতীয় রাউন্ডে নাদাল

কোয়ালিফায়ার ইয়ানিক হ্যানফম্যানকে সহজেই হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল।

পুরুষ টেনিসে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যামের খোঁজে নামা ষষ্ঠ বাছাই নাদাল জার্মানির হ্যানফম্যানকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন।

রড লেভার এরেনায় জয়ের পথে কোনো বাধার মুখে পড়েননি নাদাল। ২০০৯ সালের চ্যাম্পিয়নের বিপক্ষে হ্যানফম্যান চারটি ম্যাচ পয়েন্ট বাঁচান, যার মধ্যে দুটি ছিল স্প্যানিয়ার্ডের সার্ভ থেকে।

আরো পড়ুন:

নাদাল পরের রাউন্ডে রাশিয়ান ২৮তম বাছাই কারেন খাশানোভ কিংবা ফ্রান্সের বেঞ্জামিন বোঞ্জির মুখোমুখি হবেন।

মেলবোর্নে পাঁচটি ফাইনাল খেলা নাদাল এবারের আসরে একমাত্র সাবেক চ্যাম্পিয়ন। ২০২১ সালের শেষ দিকে পায়ের চোট নিয়ে সরে যান তিনি। আগস্টের পর প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ফিরেই জেতেন অস্ট্রেলিয়ান সামার সেট ট্রফি।

সেরা প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নেমে প্রথম দুটি বাধা টপকালেন সহজে। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জার্মানের বিপক্ষে ১৬টি ব্রেক পয়েন্টের সুযোগ তৈরি করেন নাদাল। তার মধ্যে চারটিতে পয়েন্ট আদায় করেন এবং জয়ের পথে তার উইনার্স ছিল ৩০টি।

ম্যাচ শেষে ফিট থাকা প্রসঙ্গে জানতে চাইলে নাদাল মজা করে বলেন, ‘আমি একটু গলফ খেলি, কখনোই জিমে যাওয়ার লোক নই আমি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়