ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

৩২ সেকেন্ডে গোল করেও জয়বঞ্চিত জুভেন্টাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ০৮:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২
৩২ সেকেন্ডে গোল করেও জয়বঞ্চিত জুভেন্টাস

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার দিবাগত রাতে ভিয়ারিয়ালের আতিথ্য নেয় জুভেন্টাস। স্প্যানিশ ক্লাবটির মাঠে তুরিনের ওল্ড লেডিদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। জুভেন্টাসের হয়ে এই ম্যাচে অভিষেক হওয়া সার্বিয়ান তারকা দুসান ভ্লাকোভিচ ৩২ সেকেন্ডে গোল করে গড়েন রেকর্ড। যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে অন্যতম দ্রুততম গোল।

কিন্তু দুর্দান্ত এই শুরুটা ধরে রাখতে পারেনি ইতালির ক্লাবটি। দ্বিতীয়ার্ধে করে গোল হজম। শেষ পর্যন্ত অ্যাওয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে তারা। ১৭ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠে জিততে পারলে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে সাদা-কালো শিবির।

এদিন দর্শকরা কিছু বুঝে ওঠার আগেই গোল করেন দুসান। ঘড়ির কাঁটায় তখন ম্যাচের বয়স মাত্র ৩২ সেকেন্ড। এ সময় মাঝমাঠ থেকে দানিলোর লম্বা পাস বক্সের মধ্যে পেয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই দূরের পোস্ট দিয়ে জালে জড়ান দুসান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।

আরো পড়ুন:

বিরতির পর সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ভিয়ারিয়াল। ৬৬ মিনিটে সতীর্থের ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার দানি পারেজো। অবশ্য ৮৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি জুভেন্টাসকে জেতানোর সুযোগ পেয়েছিলেন দুসান। কিন্তু তার নেওয়া দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ভিয়ারিয়ালের গোলরক্ষক। তাতে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়