ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সালাহ-মানের জোড়া গোলে উড়ে গেলো লিডস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ০৮:১৭, ২৪ ফেব্রুয়ারি ২০২২
সালাহ-মানের জোড়া গোলে উড়ে গেলো লিডস

ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে লিভারপুল। বুধবার দিবাগত রাতে ঘরের মাঠে তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে লিডস ইউনাইটেডকে। এমন জয়ে গোড় গোল করেছেন তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। একটি করে গোল করেছেন জোয়েল মাতিপ ও ভির্জিল ফন দাইক।

ঘরের মাঠে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় অলরেডরা। এ সময় পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহ গোল করেন। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোয়েল মাতিপ। ৩৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন সালাহ। আর লিভারপুল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

বিরতির পর শেষ তিনটি গোল আসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে মানে তার প্রথম গোলটি করেন। ৯০ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর ফন দাইক ৯০+৩ মিনিটে লিডসের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন। শেষ পর্যন্ত ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।

আরো পড়ুন:

এই জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে লিভারপুল। ২৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬০ পয়েন্ট। আর সমান ম্যাচ ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানসিটি।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়