ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

শেন ওয়ার্ন-রড মার্শের মৃত্যুতে সাকিব-রশিদদের নীরবতা পালন 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৫ মার্চ ২০২২   আপডেট: ১৫:১১, ৫ মার্চ ২০২২
শেন ওয়ার্ন-রড মার্শের মৃত্যুতে সাকিব-রশিদদের নীরবতা পালন 

অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন ও রড মার্শের মৃত্যুতে নীরবতা পালন করেছেন বাংলাদেশ-আফগিনাস্তিতানের ক্রিকেটাররা। শনিবার (৫ মার্চ) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরুর আগে সাকিব আল হাসান ও রশিদ খানরা এক মিনিট নীরবতা পালন করেন। 

ম্যাচ শুরুর ৬ মিনিট আগে দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। তার আগেই দাঁড়িয়ে যান গ্রাউন্ডসম্যানরা। ক্রিকেটারদের সঙ্গে গ্যালারির দর্শক ও প্রেস বক্সে কর্মরত সাংবাদিকরাও নীরবতা পালনে সামিল হন। 

শুক্রবার সকালে অ্যাডিলেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাবেক অস্ট্রেলিয়া উইকেটরক্ষক রডনি মার্শের। রাতেই খবর আসে, থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে পৃথিবীর মায়া ছেড়েছেন লেগ স্পিনার কিংবদন্তি শেন ওয়ার্ন।

আরো পড়ুন:

অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তির মৃত্যুতে রাতেই শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে জানিয়ে দেয় তাদের স্মরণে মিরপুরে নীরবতা পালন করা হবে। 

গত ২৪ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মার্শ। বড় ধরনের হার্ট অ্যাটাক হয় তার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেন ইভেন্টের আয়োজকরা। কদিন আগে কুইন্সল্যান্ড থেকে অ্যাডিলেডের একটি হাসপাতালে ভর্তি করান হয় তাকে। তখনও সংকটাপন্ন কিন্তু স্থিতিশীল অবস্থায় ছিলেন বলে জানান তার ছেলে পল। শুক্রবার (৪ মার্চ) অ্যাডিলেডের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৭৪ বছর বয়সী মার্শের। 

টেস্ট ক্রিকেটের সবচেয়ে গোছালো এই উইকেটরক্ষক ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৯৬ টেস্ট খেলে করেছেন ৩ হাজার ৬৩৩ রান, সেঞ্চুরি ৩টি। যখন অবসর নেন, তখন তার নামের পাশে রেকর্ড ৩৫৫ ডিসমিসাল। 

মার্শের মৃত্যুতে যখন শোকে মুহ্যমান ক্রিকেট বিশ্ব তখন আচমকা ওয়ার্নের মৃত্যুর খবর আসে। ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, থাইল্যান্ডের কোহ সামুইয়ে মারা গেছেন তিনি। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। বিবৃতিতে বলা হয়, শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও আর সাড়া দেননি তিনি। ওয়ার্নের বয়স হয়েছিল ৫২ বছর।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে তিনি নিয়েছেন ৭০৮ উইকেট। ১৯৪ ওয়ানডেতে নিয়েছেন ২৯৩ উইকেট। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটে ১০০১ উইকেট নেওয়ার মাধ্যমে। ক্রিকেট ইতিহাসে ওয়ার্ন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। তার আগে আছেন কেবল মুত্তিয়া মুরালিধরন।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়