ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

পাপনের চোখে বিপিএল তৃতীয়, সাকিবের দাবি পাঁচ-ছয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৫ মার্চ ২০২২   আপডেট: ২১:৪০, ৫ মার্চ ২০২২
পাপনের চোখে বিপিএল তৃতীয়, সাকিবের দাবি পাঁচ-ছয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পর আফগানিস্তান সিরিজেরও পর্দা নেমেছে। কিন্তু বিপিএল নিয়ে আলোচনা যেন থামার নয়। কদিন আগে একটি গণমাধ্যমের লাইভ অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেছিলেন, বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে তার কাছে বিপিএলের অবস্থান পাঁচ-ছয় নম্বরে।

কিন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে এই ফ্র্যাঞ্চাইজি লিগের অবস্থান কোথায়? সাকিবের সঙ্গে তিনি কিংবা বিপিএল সংশ্লিষ্ট বোর্ডের কর্তা ব্যক্তিরা একমত কী না-এমন প্রশ্নে নাজমুল হাসানের উত্তর, ‘প্রশ্নেই ওঠে না।’

শনিবার (৫ মার্চ) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে এমন প্রশ্নের মুখোমুখি হন বিসিবি সভাপতি। বিশ্বে বিপিএলের অবস্থান প্রসঙ্গে সাকিবের সঙ্গে কোনোভাবেই একমত নন নাজমুল হাসান পাপন।  

আরো পড়ুন:

২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই লাইভের র‌্যাপিড ফায়ারে সাকিবকে প্রশ্ন করা হয় নাম্বার ওয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ কোনটি, সাকিবের উত্তর ‘আইপিএল’। নাম্বার টু? সাকিবের উত্তর ‘সিপিএল।’ 

তাহলে বিপিএল কোথায় দাঁড়াবে? এমন প্রশ্নে সাকিব বলেন ‘পাঁচ অথবা ছয় নাম্বার।’

কিন্তু নাজমুল হাসানের কাছে বিপিএলের অবস্থান কোথায়? তার মতে এটি তৃতীয়, ‘আমি যতটুক জানি, এখন পর্যন্ত যত জায়গায় খেলা হয়েছে এতদিন পর্যন্ত, আইপিএল, বিগ ব্যাশ ও আমাদের টা (বিপিএল)। এই তিনটাই আমি শুনেছি। এ ছাড়া আর কোনোটা শুনিনি। এখন পর্যন্ত বলতে শুনিনি টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমাদের চেয়ে অন্য কেউ বেশি।’

উল্লেখ্য এবারের বিপিএলে সেরা ক্রিকেটার সাকিব। ১১ ম্যাচে ২৮.৪০ গড়ে ও ১৪৪.১৬ স্ট্রাইক রেটে ২৮৪ রান করেন ফরচুন বরিশালের অধিনায়ক। আর বল হাতে জাদু দেখিয়ে এই বাঁহাতি ১৪.৫৬ গড়ে ও ৫.৩৫ ইকোনমিতে নেন ১৬ উইকেট।

ঢাকা/রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়