ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

দেশের সঙ্গে গাদ্দারি করতে চাই না: সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৪, ৬ মার্চ ২০২২  
দেশের সঙ্গে গাদ্দারি করতে চাই না: সাকিব

আফগানিস্তানের বিপক্ষে নিজের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন সাকিব আল হাসান। ২২ গজে ব্যাটিং, বোলিংয়ে সাফল্য না পাওয়ায় ভেতরে ভেতরে পুড়ছেন সাকিব। ক্রিকেটটা উপভোগ করছেন না মোটেও। এজন্য বিরতি চাইছৈন ক্রিকেট থেকে।

বর্তমান অবস্থাতে ক্রিকেট উপভোগ না করার পেছনে বড় কারণ, শারীরিক ও মানসিকভাবে ভালো অবস্থায় নেই বিশ্বসেরা অলরাউন্ডার। এই অবস্থায় ক্রিকেট খেলা মানে দেশের সঙ্গে গাদ্দারি করা। দলের সতীর্থদের ঠকানো। এজন্য ফুরফুরে মেজাজে ক্রিকেটে ফেরার কথাও জানালেন তিনি।

রোববার দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে সাকিব বলেছেন, ‘আমার মানসিক ও শারীরিক অবস্থা যেভাবে দেখছি, আমার কিছু সময় দরকার বলে মনে করি। সেটা এমন হতে পারে ওয়ানডে সিরিজটা বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি তাহলে ভালো মানসিক ও শারীরিক কন্ডিশনে থাকতে পারব। এগুলো আসলে সবকিছুর আলোচার ওপর নির্ভর করবে কি করলে ভালো হয়।’

‘আমার বর্তমান পরিস্থিতি এরকম। যদি এই পরিস্থিতিতে খেলতে যাই সতীর্থ ও দেশের সঙ্গে চিট করার মতো বিষয় হবে। যেই জিনিসটা অবশ্যই আমি চাই না। আমি চাই যে, যখন আমি খেলবো, মানুষ যেভাবে প্রত্যাশা করে, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে যেভাবে চিন্তা করে সেভাবে যেন পারফর্ম করতে পারি সেই অবস্থায় গিয়ে।’

‘হ্যাঁ কোনো গ্যারান্টি নেই যে, যখন খেলতে নামবো তখন পারফর্ম করতে পারবো ভালো পরিস্থিতিতে থাকলেও। অন্তত আমি জানতে পারবো যে, আমি আমার সেরা সময়ে আছি দেশের হয়ে পারফর্ম করতে। কিন্তু আমি যদি জানি-ই যে, আমার কোনো সম্ভাবনা নেই সেখানে সময় নষ্ট করা, অন্য একটা জায়গা নষ্ট করা এবং দেশের ক্রিকেটের সঙ্গে গাদ্দারি করার মতো বিষয় বলে মনে করি।’

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে সাকিব রান করেছেন ৬০। উইকেট পেয়েছেন ৫টি। দুই টি-টোয়েন্টিতে রান মাত্র ১৪। উইকেট ২টি।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়