ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ভারতকে হারিয়ে আর্চারিতে স্বর্ণ জিতলেন রোমান সানা-নাসরিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১৯ মার্চ ২০২২   আপডেট: ১৪:৪৪, ১৯ মার্চ ২০২২
ভারতকে হারিয়ে আর্চারিতে স্বর্ণ জিতলেন রোমান সানা-নাসরিন

রোমান সানা ও নাসরিন আক্তার

থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপের ‘রিকার্ভ মিশ্র দলগত’ ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আর্চার রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে অনুষ্ঠিত ফাইনালে ভারতের পার্থ সালুঙ্খে ও রিধি ফোরকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেন বাংলাদেশের দুই আর্চার।

প্রথম সেটে রিধি ও সালুঙ্খের কাছে ৩৭-৩৪ ব্যবধানে হেরে যান রোমান-নাসরিন। ভারত পায় ২ পয়েন্ট। তবে পরের সেটে ঘুরে দাঁড়িয়ে ৩৭-৩৭ পয়েন্টে ড্র করেন বাংলাদেশের আর্চারদ্বয়। তাতে ১ পয়েন্ট আসে বাংলাদেশের ঝুলিতে। তৃতীয় সেটে ভারতের আর্চারদ্বয়কে ৩৮-৩৫ ব্যবধানে হারিয়ে ২ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ। আর চতুর্থ সেটে ৩৭-৩৬ ব্যবধানে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে ৫-৩ সেট পয়েন্ট স্বর্ণ জিতে নেন রোমান ও নাসরিন।

এর আগে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক থাইল্যান্ড ও সেমিফাইনালে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ দল রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছিল।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

    পাঠকপ্রিয়