ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

এ আর রহমানের কনসার্ট দেখাবে নিউজ টোয়েন্টিফোর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ২৮ মার্চ ২০২২   আপডেট: ১০:১৭, ২৮ মার্চ ২০২২
এ আর রহমানের কনসার্ট দেখাবে নিউজ টোয়েন্টিফোর

বঙ্গবন্ধুর জন্মশবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আর রহমানের কনসার্ট সরাসরি দেখাবে সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টোয়েন্টিফোর। এই অনুষ্ঠানের স্পন্সর বসুন্ধরা গ্রুপ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ মার্চ হতে যাচ্ছে এই কনসার্টটি। অস্কারজয়ী এই শিল্পীর সঙ্গে আরও গান গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।

কনসার্টের জন্য রোববার (২৭ মার্চ) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন এ তারকা। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন সেখানেই থাকবেন। আজ রিহার্সেল করবেন কনসার্টের।  সব মিলিয়ে এই কনসার্টের জন্য দুইশ জন সঙ্গী নিয়ে ঢাকায় এসেছেন।

আরো পড়ুন:

এর আগেও বিসিবি এ আর রহমানকে উড়িয়ে এনেছিল। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি কনসার্টে পারফর্ম করেছিলেন এই গুণী সংগীত শিল্পী। 

এই কনসার্টের তিন ক্যাটাগরির টিকিট ছেড়েছে বিসিবি। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড ৫ হাজার ও ব্রোঞ্জ ১ হাজার টাকা। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়