ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

আন্তর্জাতিক ফুটবল থেকে সালাহর অবসরের ইঙ্গিত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ৩১ মার্চ ২০২২   আপডেট: ১২:১৮, ৩১ মার্চ ২০২২
আন্তর্জাতিক ফুটবল থেকে সালাহর অবসরের ইঙ্গিত

আফ্রিকান নেশনস কাপের ফাইনালের পর সেনেগালের কাছে সেই টাইব্রেকারে হেরে বিশ্বকাপও খেলা হলো না মিশরের। দলটির তারকা খেলোয়াড় মোহাম্মদ সালাহর হৃদয় ভেঙে গেছে। পেনাল্টি শুটও যে মেরেছেন ক্রসবারের উপর দিয়ে। লিভারপুলের এই ফরোয়ার্ড এতটাই হতাশ যে, আর কখনো জাতীয় দলের জার্সি পরবেন কি না সন্দেহ!

মঙ্গলবার হারের পর সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে সালাহ খোলামেলা আলাপের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে ২৯ বছর বয়সী ফরোয়ার্ড বলছেন, ‘দ্বিতীয় ম্যাচের আগে আমি খেলোয়াড়দের বলেছিলাম যে আমি তাদের সঙ্গে খেলতে পেরে গর্বিত এবং আমি যাদের সঙ্গে খেলেছি তাদের মধ্যে তারাই সেরা।’

সালাহ আরো বলতে থাকেন, ‘আগের প্রজন্মের কয়েকজনের সঙ্গেও আমি খেলেছিলাম, ওয়ায়েল গোমা এবং মোহাম্মদ আবু ত্রিকা, তারপর আব্দুল্লাহ আল-সাঈদ এবং তার প্রজন্মের সঙ্গে, কিন্তু এই প্রজন্মের সঙ্গে খেলে আমি খুশি। তোমাদের সঙ্গে খেলতে পারা ছিল সম্মানের। যেটা ঘটেছে তাতে কারো হাত নেই কারণ দ্বিতীয়বার এটি ছিল পেনাল্টি শুটআউটে।’

আরো পড়ুন:

এরপরই ইঙ্গিত দিলেন আন্তর্জাতিক অবসরের, ‘আমার খুব বেশি কিছু বলার নেই আর। কিন্তু তোমাদের সঙ্গে খেলতে পেরে আমি সম্মানিত। জানি না জাতীয় দলে আর থাকব কি না।’

মিশরীয় ক্রীড়ামন্ত্রী আশরাফ সোভি কিছুক্ষণ পর সালাহর সিদ্ধান্তে হস্তক্ষেপ করে বলেছেন, ‘আপনি থাকবেন।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়