বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা খাতুন

নারী বিশ্বকাপের দ্বাদশ আসর গতকাল রোববার শেষ হয়েছে। ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে সপ্তমবারের মতো শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ সোমবার আইসিসি নারী বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে। এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন সালমা খাতুন। অবাক করা বিষয় হলো একাদশে ভারতের কোনো ক্রিকেটার জায়গা পাননি।
১১ জনের মধ্যে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চারজন, রানার্সআপ ইংল্যান্ডের দুইজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে।
দল নির্বাচনের দায়িত্ব পালন করেছেন লিসা স্টালেকার, নাসের হুসেইন, নাটালি গার্মানোস, আলক গুপ্তা, ক্রিস্টি হাভিল ও ক্রিস টেলেটলি।
বিশ্বকাপের সেরা একাদশ:
১. লরা উলভার্ট, দক্ষিণ আফ্রিকা।
২. অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), অস্ট্রেলিয়া।
৩. মেগ ল্যানিং (অধিনায়ক), অস্ট্রেলিয়া।
৪. র্যাচেল হায়নেস, অস্ট্রেলিয়া।
৫. ন্যাট সিভার, ইংল্যান্ড।
৬. বেথ মুনি, অস্ট্রেলিয়া।
৭. হ্যালি ম্যাথিউস, ওয়েস্ট ইন্ডিজ।
৮. মারিজানে কাপ, দক্ষিণ আফ্রিকা।
৯. সোফি ইকলেসটন, ইংল্যান্ড।
১০. শাবনিম ইসমাইল, দক্ষিণ আফ্রিকা।
১১. সালমা খাতুন, বাংলাদেশ।
দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন, ইংল্যান্ড।
বাংলাদেশের সালমা খাতুন বিশ্বকাপে ২২.৪০ গড়ে ১০ উইকেট নেন। সেরা বোলিং ফিগার ছিল ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট। আর ইকোনোমি ছিল ৩.৭৯।
এবারই প্রথম বাংলাদেশ বিশ্বকাপ খেলে। সেখানে অফ-ব্রেক বোলিং দিয়ে নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেন অভিজ্ঞ সালমা খাতুন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে তিনি ৯ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে অবদান রাখেন।
এছাড়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টপ অর্ডারের তিনজন ব্যাটসম্যানকে আউট করেন সালমা খাতুন।
ঢাকা/আমিনুল