নিলামে ‘হ্যান্ড অব গড’ জার্সি, ম্যারাডোনার মেয়ে করলেন ভিন্ন দাবি
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যেটা ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ হিসেবে খ্যাত। ওই ম্যাচের পর ইংল্যান্ডের স্টিভ হগের সঙ্গে জার্সি বদল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
এবার হগের পাওয়া সেই ঐতিহাসিক জার্সিটি নিলামে তোলা হচ্ছে ২০ এপ্রিল। ধারণা করা হচ্ছে জার্সিটি কমপক্ষে ৪০ লাখ পাউন্ডে বিক্রি হবে। কিন্তু তার আগে বৃহস্পতিবার এই জার্সিটি আসল জার্সি নয় বলে দাবি করেছেন দিয়েগো ম্যারাডোনার বড় মেয়ে দালমা ম্যারাডোনা।
তিনি বলেছেন, ‘যে জার্সি নিলামে তোলা হয়েছে, তা পরে দ্বিতীয়ার্ধে নামেনি আমার বাবা। আমি নিশ্চিত স্টিভের কাছে ওই বিশেষ জার্সিটা নেই। কার কাছে আছে জার্সিটা, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু সেটা আমি বলবো না। কারণ, আমার বাবা আমাকে বলেছিলেন— যে জার্সিটা আমার জীবনের অংশ সেটা আমি কি করে অন্যকে দেই? আমি আসলে কেবল বিষয়টি পরিস্কার করতে চেয়েছি। কারণ, আমি বিশ্বাস করি যিনি এই জার্সিটি কিনবেন তার সত্যটা জানা উচিত।’
এদিকে দালমার দাবি প্রত্যাখান করে হগ জানিয়েছেন তিনি ম্যারাডোনার আসল জার্সিটিই পেয়েছিলেন, ‘৩৫ বছর আগে ম্যারাডোনার সঙ্গে এই জার্সিটা আমি বদলেছিলাম টানেলে। জার্সিটা এতোদিন আমার কাছে ছিল। আর তার জন্য আমি গর্বিত। ম্যারাডোনার মতো কিংবদন্তির সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছিল আমার। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি।’
২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ৮৬ বিশ্বকাপ জয়ী দিয়েগো ম্যারাডোনা।
ঢাকা/আমিনুল