ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

ভেরিয়েন্নের সঙ্গে লড়াইয়ে শেষ হাসি খালেদের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৯ এপ্রিল ২০২২   আপডেট: ১৫:৩০, ৯ এপ্রিল ২০২২
ভেরিয়েন্নের সঙ্গে লড়াইয়ে শেষ হাসি খালেদের

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার চলমান টেস্ট সিরিজে মাঠের লড়াইয়ের সঙ্গে চলছে মনস্তাত্বিক লড়াইও। ডারবান টেস্টে বাংলাদেশ অসহায় আত্মসমর্পণ করলেও পোর্ট এলিজাবেথে যেন ঘুরে দাঁড়ানোর আভাস।

সেটা দেখা গেলো শনিবার (৯ এপ্রিল) দ্বিতীয় দিনের শুরুতেই। পেসার খালেদ আহমেদ ও কাইল ভেরিয়েন্নের মধ্যে দেখা যায় দ্বৈরথ। তবে শুরুটা করেছিলেন খালেদই। শেষ পর্যন্ত হাসেন তিনিই।

খালেদের বল ডিফেন্স করে রান না নেওয়ার চেষ্টা করে স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়েছিলেন ভেরিয়েন্নে। তবুও বল ছুঁড়ে মারেন খালেদ। গ্লাভসে লাগে ভেরিয়েন্নের। একটু উত্তেজনা ছড়ায় তখন। খালেদ দুঃখ প্রকাশ করলেও ভেরিয়েন্নে যেন মানতে নারাজ। ইয়াসির আলী এসে শান্ত করার চেষ্টা করেন। এরপর আম্পায়ারকে দেখা যায় মুমিনুল হকের সঙ্গে কথা বলতে।

আরো পড়ুন:

অল্পকিছুক্ষণ না যেতেই ভেরিয়েন্নেকে বোল্ড করে সাজঘরে পাঠান খালেদ। ড্রাইভ করতে চেয়েছিলেন ভেরিয়েন্নে, কিন্তু বল ব্যাট-প্যাড সব মিস করে ভেঙে দেয় উইকেট। গর্জে ওঠেন খালেদ। ৪৮ বলে ২২ রান আসে ভেরিয়েন্নের ব্যাট থেকে।

কিন্তু খালেদকে এমন আচরণের জন্য হয়তো শাস্তির মুখেও পড়তে হতে পারে। আম্পায়ারকেও দেখা গেছে অধিনায়কের সঙ্গে কথা বলতে। তবে খালেদই জয়ী হয়েছেন এই দ্বৈরথে, এটাই স্বস্তির বিষয় এখন।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়