ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

এ কী করলেন মিরাজ!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১০ এপ্রিল ২০২২   আপডেট: ১৯:০১, ১০ এপ্রিল ২০২২
এ কী করলেন মিরাজ!

এমন ঘটনা টেস্ট ক্রিকেটে আগে কখনো কি ঘটেছে? ক্রিকেট যাদের অস্থিমজ্জায় মিশে আছে, তারাও রিওয়াইন্ড করে এমন কিছু মনে করতে পারছেন না।

পেসার ইবাদত হোসেনের বলে পয়েন্টে ক্যাচ তুলেছিলেন সারেল আরউই। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় বলে ফিরতে পারতেন বাঁহাতি ওপেনার। বল যায় মেহেদী হাসান মিরাজের বুক বরাবর। কিন্তু বলের থেকে তার চোখ সরে যায়। কয়েক সেকেন্ডের জন্য মিরাজ যেন হারিয়ে গিয়েছিলেন ভিন্ন গ্রহে! তার বুকে আঘাত করে বল মাটিতে পড়ে। উল্টো বুকে প্রচণ্ড আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

সম্প্রতি পয়েন্টে দারুণ ফিল্ডিং করছেন মিরাজ। ওয়ানডে সিরিজে একাধিক ক্যাচ নিয়েছেন পয়েন্ট থেকে। ডারবানে তার গ্রাউন্ড ফিল্ডিং প্রশংসিত হয়েছিল সর্বত্র। কিগান পিটারসেনকে করা রান আউট ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে আছে এখনো।

আরো পড়ুন:

অথচ আজ পোর্ট এলিজাবেথে তাকে ভিন্ন কিছুর স্বাদ পেতে হলো। লোপ্পা ক্যাচ ছেড়ে এলোমেলো হয়ে যান। দেখে বোঝা যাচ্ছিল, রেগুলেশন ক্যাচ যাচ্ছে বুঝতেই পারেননি তিনি। বলের থেকে নজর সরে যাওয়ার পেছনে মাঠের তীব্র বাতাস এবং গুমোট আবহাওয়া বড় কারণ হতে পারে।

মাটিতে লুটিয়ে পড়া মিরাজকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ডানহাতি স্পিন অলরাউন্ডার ফিরে আসেন মাঠে।

ঢাকা/ইয়াসিন/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়