ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

রিভার্স সুইপ খেলতে মুশফিককে সাপোর্ট করা উচিত: মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ১১ এপ্রিল ২০২২   আপডেট: ১৭:১০, ১১ এপ্রিল ২০২২
রিভার্স সুইপ খেলতে মুশফিককে সাপোর্ট করা উচিত: মুমিনুল

রিভার্স সুইপ ক্রিকেটেরই একটি শট। ক্রিকেটের বাইরের কোনো শট নয়। তাহলে কেন মুশফিকুর রহিম রিভার্স সুইপ খেলতে পারবেন না, এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

বাংলাদেশের অধিনায়কের দাবি, রিভার্স সুইপ খেলে মুশফিকের সফলতার হার বেশি। তাই তাকে রিভার্স সুইপ খেলতে সাপোর্ট করা উচিত।

পোর্ট এলিজাবেথ টেস্টে খুব বাজেভাবে হেরেছে বাংলাদেশ। একদিন আগেই দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানের বিশাল জয় তুলে নিয়েছে। প্রথম ইনিংসে ৪৫৩ রানের বিশাল পুঁজি পায় স্বাগতিকরা। ওই রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২১৭ রানে। প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে সবচেয়ে দৃষ্টিকটু ব্যাপার ছিল মুশফিকের আউট।

আরো পড়ুন:

দল যখন খাদের কিনারায় তখন মুশফিক রিভার্স সুইপ খেলে বোল্ড হয়ে নিজের উইকেট বিলিয়ে আসেন। ফলোঅন তখন চোখ রাঙানি দিচ্ছিল। বিরতি ৫ মিনিট পরই। দলের বিপদে মাটি কামড়ে পড়ে থাকতে হতো। কোনোভাবেই উইকেট দেবেন না এমন পণ থাকা লাগত। কিন্তু ফিফটিতে পৌঁছার এক বল পরই মুশফিক রিভার্স সুইপ করলেন। বল নিচু হয়ে তার অফস্টাম্পে আঘাত করে।

মুশফিকের এমন আউটে গতকাল পুরো দল ছিল বিরক্ত। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সোজাসুজি বলেছেন, ‘ওর কাছ থেকে ওইরকম শট আমরা কেউ আশা করিনি। ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আমরা এই শট মেনে নেই। কারণ রানের খেলা, রান করতে হবে। কিন্তু কেন টেস্টে? পুরোপুরি অপ্রত্যাশিত।’

অথচ একদিন পর অধিনায়ক মুমিনুল তার পাশে থাকার আহ্বান জানালেন, ‘রিভার্স সুইপ কিন্তু ক্রিকেটের একটা শট, তাই না? ক্রিকেটের বাইরে কোনো শট না এটি। অবশ্যই এটা একটা শট। এই শট তো খেলতেই পারেন উনি। উনার ম্যাচ পরিকল্পনায় যদি এই শট থাকে তাহলে তো খেলবেনই। আর এটা এমন না যে উনি খেলে রান করেনি বা ব্যর্থ খুব। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিত। আমি উনাকে সাপোর্টও করি। এটাই আর কী।’

রিভার্স সুইপ নিয়ে প্রশ্ন করে, আলোচনা-সমালোচনা করে মুশফিকের ওপর চাপ প্রয়োগ না করার আহ্বান মুমিনুল। তার দাবি, এতে দেশের ক্রিকেটের ক্ষতি হবে, ‘আমি তো এর আগেও বলেছি, এই শটে কিন্তু সফলতা পেয়েছেন তিনি। আপনিও দেখেছেন। আমি দেখেছি। আর আমার কাছে মনে আপনারা… আমি আপনাদের অনুরোধ করতে পারি, আপনারা যদি জিনিসটা নিয়ে এমন হয়ে যান… আপনারা অনুরোধ রাখলে বাংলাদেশ দলের জন্য ভালো। সিরিয়াসলি। আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি গবেষণা করেন, জিনিসটা নিয়ে যদি উনাকে বলতে থাকেন, উনার নিজের জন্য খারাপ। আমাদের দলের জন্য খারাপ। বাংলাদেশ দলের জন্যও খারাপ, এমনকি আপনার দেশের জন্য খারাপ। উনি যদি শটটা খেলেন এবং সফলতা পান তাহলে তো হলোই।’

৮০তম টেস্ট খেলতে নেমে মুশফিকের এমন শট স্রেফ আত্মঘাতী, অবিশ্বাস্য। দলের কঠিনতম সময়ে ফিফটি ভুলে নতুন করে ইনিংস শুরু করার কথা তার। প্রোটিয়া আক্রমণের বিরুদ্ধে আবার নতুন করে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু তালগোল পাকানো শটে প্রতিশ্রুতিশীল ইনিংসের সমাধি হয় সেখানে।

ড্রেসিংরুমে এমন শট নিয়ে মুশফিককে খেলোয়াড়দের কেউ প্রশ্ন করতে পারেন কি না, এই প্রশ্নে মুমিনুল যেন নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন, ‘না না…এটা কিন্তু আপনার ইয়ে না…। দেখুন, আগেও কিন্তু এমন হয়েছে। আমার সঙ্গেও হয়েছে। আমি একটা শট খেললাম, সেটা নিয়ে… শুধু আমাকে না, অনেকের সময়ও ছিল।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম


সর্বশেষ

পাঠকপ্রিয়