ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ইনজুরি কাটিয়ে মাদ্রিদ ওপেনে ফিরছেন নাদাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২৭ এপ্রিল ২০২২  
ইনজুরি কাটিয়ে মাদ্রিদ ওপেনে ফিরছেন নাদাল

গত মার্চে ইন্ডিয়ান ওয়েলসে পাওয়া পাঁজরের স্ট্রেট ফ্র্যাকচার থেকে সেরে উঠছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেন দিয়ে ফের কোর্টে প্রত্যাবর্তন হচ্ছে তার।

বিশ্বের চার নম্বর তারকা নাদাল এই মৌসুম দুর্দান্ত কাটান। টানা ২০ ম্যাচ জয়ের পথে মেলবোর্ন পার্ক ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম জেতেন। ৩৫ বছর বয়সী তারকা পরে মেলবোর্ন ও আকাপুলকোতে টুর্নামেন্ট জেতেন। শেষ টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েলসে হন রানারআপ।

নিজের প্রত্যাবর্তনের ঘোষণা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন নাদাল, ‘শুধু যথেষ্ট প্রস্তুতি নিয়ে কোর্টে নামা কঠিন হলেও আমি সত্যিই খেলতে চাই এবং তাও আবার নিজ ঘরে, যখন সুযোগ কম। তাই আমি সম্ভাব্য সেরা উপায়ে চেষ্টা করতে যাচ্ছি। দেখা হবে মাদ্রিদে।’

আরো পড়ুন:

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়