৭৭ কোটি ৪৪ লাখ টাকায় ম্যারাডোনার জার্সি বিক্রি
যে জার্সি পরে ‘ঈশ্বরের হাত’ দিয়ে গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা, সেটা বিক্রি হলো রেকর্ড দামে। সর্বকালের সর্বোচ্চ দামী জার্সি এটি, যা ম্যাচে পরা হয়েছিল।
নিলামে দ্য লেক কোক স্পোর্তিফ জার্সিটি ৮৯ লাখ ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৭৭ কোটি ৪৪ লাখ টাকা। ২০১৯ সালে বেব রুদ ইয়াঙ্কিসের গড়া রেকর্ড ভেঙে দিয়েছে এটি।
নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি’স এর মাধ্যমে এটি নিলামে তোলেন সাবেক ইংল্যান্ড মিডফিল্ড স্টিভ হজ, ম্যাচ শেষে ম্যারাডোনার সঙ্গে জার্সি অদল বদল করেছিলেন তিনি।
সোথেবি’স-এর স্ট্রিওয়্যার অ্যান্ড মডার্ন কালেক্টিবলসের প্রধান ব্রাহম ওয়াচার বলেছিলেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া স্বারক আইটেমের ছোট্ট তালিকায় আছে এই জার্সি।
২২ জুন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুই গোল করেছিলেন ম্যারাডোনা। দুই দেশের মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধের চার বছর পর এই ম্যাচে ছিল চাপা উত্তেজনা। প্রথম গোলটি আর্জেন্টাইন গ্রেট করেন হেড করে, কিন্তু রেফারির অগোচরে হাত দিয়ে বল ঠেলে দেন জালে।
পরে এই গোল নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, ‘একটু ম্যারাডোনার মাথা দিয়ে, আরেকটু ঈশ্বরের হাত দিয়ে’ গোল হয়েছিল।
দ্বিতীয় গোলটি হয়েছিল ফিফার ভোটাভুটিতে শতাব্দির সেরা। প্রায় পুরো ইংল্যান্ড দলকে কাটিয়ে দারুণ ড্রিবলে গোলমুখ কাঁপান তিনি।
ঢাকা/ফাহিম